Bhadu Sheikh Murder Case : প্রকাশ্যে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ - রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত
🎬 Watch Now: Feature Video
21 মার্চ রাত সাড়ে আটটায় রামপুরহাট বগটুই মোড়ে খুন হন রামপুরহাট 1 নং ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ । সেই খুনের সিসিটিভি ফুটেজ সামনে এল । ফুটেজে দেখা যাচ্ছে, ভাদু শেখ একটু স্কুটিতে বসে ফোনে কথা বলছেন । হঠাৎ দু'টি বাইকে চার জন দুষ্কৃতী আসে । চলন্ত বাইক থেকে একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ভাদু শেখ মাটিতে লুটিয়ে পড়েন । একজন দুষ্কৃতী পিস্তল বের করে গুলি ছোড়ে । বেশ কয়েকটি বোমা মেরে সেখান থেকে দুষ্কৃতীরা চলে যায় । রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভাদু শেখকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ (Rampurhat TMC Leader Bhadu Seikh murder CCTV Footage)।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST