Cyclone Asani : মে মাসেই কেন বারবার ঘূর্ণিঝড়ের দাপট ? - আবহাওয়া দফতরের উপঅধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
কয়েকটা দিন পরই আসছে ঘূর্ণিঝড় অশনি ৷ 2021-এ মে মাসের শেষে যশের দাপট দেখেছিল রাজ্য ৷ প্রথমে সাগরের উপরে ঘূর্ণাবর্ত, তারপর নিম্নচাপ, নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ৷ শেষমেশ ঘূর্ণিঝড় ৷ ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ৷ মে মাস মানে ঘূর্ণিঝড়ের মাস, এর কারণ কী ? আবহাওয়ার পরিবর্তনেই কি বারবার এমন হচ্ছে ? কারণ বিশ্লেষণ করে বোঝালেন আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় (Why cyclones form mainly in the month of May as seen in last few years) ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST