Pradhan Mantri Awas Yojana: অব্যাহত আবাস যোজনা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ, পুরুলিয়ায় পঞ্চায়েত অফিসে পড়ল তালা - Awas Yojana list controversy in purulia
🎬 Watch Now: Feature Video
প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) প্রাপক তালিকায় নাম না থাকা নিয়ে বিক্ষোভ অব্যাহত । শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের কংগ্রেস পরিচালিত বুড়দা কালীমাটি গ্রাম পঞ্চায়েত দফতরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ বিক্ষোভে যোগ দেন শাসকদল তৃণমূলের কর্মী-সমর্থকরাও ৷ অন্যদিকে ওই ব্লকেরই মাঠা গ্রাম পঞ্চায়েত দফতরে তালা লাগিয়ে দিয়ে বাঘমুন্ডি-বলরামপুর রাজ্য সড়ক অবরোধে সামিল হন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা । প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধের কারণে যান চলাচল ব্যহত হয় ৷ এমনকি অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসা পর্যটকরাও এই অবরোধে আটকে পড়েন (agitation over pm Awas Yojana list in Purulia) । অবরোধ তুলতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে ৷ এই বিষয়ে বাঘমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষ জানান, ওদের কিছু ক্ষোভ রয়েছে, সেগুলি লিখিত আকারে দিতে বলা হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST