Erosion in Ganges: তলিয়ে গেল দোতলা বাড়ি, ভয়াবহ গঙ্গা ভাঙনের সাক্ষী সামশেরগঞ্জ - তলিয়ে গেল দোতলা বাড়ি
🎬 Watch Now: Feature Video
দু'মাস ধরে গঙ্গা ভাঙনের দাপট চলছে সামশেরগঞ্জ ব্লক জুড়ে (Erosion in Ganges) । এবার কয়েকশো মানুষের চোখের সামনে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে গঙ্গায় ভেঙে পড়ল দোতলা পাকা বাড়ি (Two storey house collapsed) । প্রায় দু'হাজার বর্গফুটের পাকা বাড়ির সলিল সমাধির ভিডিয়ো ফোনবন্দি করে রাখলেন স্থানীয়রা। বাতাস তখন ভারি গৃহহীনদের আর্তনাদে । হাজার হাজার মানুষের প্রশ্ন, কবে সামশেরগঞ্জ নিশ্চিত আশ্রয় পাবে । বছর বছর বাড়ি পাল্টাতে পাল্টাতে হতাশ স্থানীয় বাসিন্দারা । সব ক্ষোভ গিয়ে পড়ল প্রশাসনের কর্তা ও রাজনীতির নেতা-কর্মীদের উপর । বড় ফাটল নিয়ে তিনদিন ধরে ঝুলছিল একটি দোতলা বাড়ি । শনিবার পড়ন্ত বেলায় সেই বাড়িটিকেই গ্রাস করল গঙ্গা (erosion in Samserganj) । ফাটল বাড়তে বাড়তে একসময় কয়েক লক্ষ টাকা খরচে তৈরি বাড়িটি চোখের সামনেই হুড়মুড়িয়ে গঙ্গায় বিলীন হতে দেখল বহু মানুষ ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST