Unnatural Death পুরুলিয়ায় বিষ খেয়ে আত্মঘাতী একই পরিবারে 2 - পুরুলিয়ায় বিষ খেয়ে আত্মঘাতী একই পরিবারে 2
🎬 Watch Now: Feature Video
পারিবারিক অশান্তির জেরে বিষ খেলেন একই পরিবারের 3 জন । এর মধ্যে আত্মঘাতী মা এবং পুত্রবধূ (Unnatural Death) । ছেলে হাসপাতালে চিকিৎসাধীন । রবিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফঃস্বল থানার অন্তর্গত গোলকুণ্ডা গ্রামে । জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে এদিন বিষ খান গণেশ পাল, তাঁর মা প্রতিমা পাল এবং স্ত্রী কণিকা পাল । ঘটনা জানাজানি হতেই তিনজনকে দ্রুত উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । চিকিৎসা চলাকালীন সেখানে মা ও পুত্রবধূর মৃত্যু হয়, ছেলে গণেশ পাল চিকিৎসাধীন (Two members of a family died by suicide in purulia) । পরিবারের লোকজন জানিয়েছে, বেশ কয়েকমাস ধরে তাঁদের বাড়িতে পারিবারিক ঝামেলা চলছিল । এমনকী বৃদ্ধ বাবা দীর্ঘদিন ঘর ছেড়ে বাইরে থাকেন । তবুও পারিবারিক বিবাদ লেগেই ছিল ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST