Suvendu Adhikari 18 বছর না হলেও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
"2017-র পর নন-বেসিক নিয়োগ হয়ে থাকলে, তা অবৈধ", বললেন শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম বিধানসভার রেয়াপাড়া বিধায়ক কার্যালয় থেকে নিজের বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানান তিনি । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, "2017-র পরে যদি নন বেসিক কেউ থাকে, টেট উত্তীর্ণ না হয়ে চাকরিতে যোগ দেয়, ফেল করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এরকম সব নিয়োগ অবৈধ ৷" এমনকী 18 বছর হওয়ার আগেই অনেকে চাকরি পেয়েছে ৷ তাদের জন্ম তারিখ তিনি বের করেছেন, বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা (Suvendu Adhikari alleges of illegal primary teacher recruitment process in West Bengal) ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST