Sukanta Majumdar: অখিল গিরিকে জেলে পাঠাবোই, হুঁশিয়ারি সুকান্তর - Sukanta Majumdar Reaction on Akhil Giri Statement
🎬 Watch Now: Feature Video
রাজ্যের কারামন্ত্রী রাষ্ট্রপতি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন সেই কারণে তাঁকে জেলে ঢোকাবোই । বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে এসে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Reaction on Akhil Giri Statement) । তিনি আরও জানান, অখিল গিরি (Akhil Giri) এই ধরনের মন্তব্য করার সাহস পান কীভাবে ? অনেক কিছু ভুলে যাচ্ছেন । মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছেন । অখিল গিরির শাস্তি ও তাঁj অপসারণের দাবিতে লড়াই চলবে । আসলে গাছ যেমন হয় তার ফলও তেমন হয় । তাঁর উদাহরণ অখিল গিরি । রাজ্য শাসন করার জন্য নয়, বাংলার সেবা করার জন্য মানুষ আপনাকে পাঠিয়েছে । ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সেই জন্য মন্ত্রিসভা থেকে তাঁর অপসারণ চাই ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST