Azadi Ka Amrit Mahotsav: আরপিএফ-এর ব্য়ান্ডের সুরের মূর্ছনায় ভাসল আসানসোল স্টেশন চত্বর - আসানসোল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 3, 2022, 5:41 PM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে (75th Year of Independence Day of India) দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করা হচ্ছে ৷ সেই কর্মসূচির আওতাতেই বুধবার পশ্চিম বর্ধমানের আসানসোল রেল স্টেশনে (Asansol Junction) চত্বরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ স্টেশনের ফটকের ঠিক বাইরেই একের পর এক দেশাত্মবোধক গানের সুর বাজিয়ে শোনান আরপিএফ (RPF)-এর ব্যান্ড পার্টির সদস্যরা ৷ পাশাপাশি, বাহিনীর তরফ থেকে শোভাযাত্রা ও বাইক ব়্য়ালিরও আয়োজন করা হয় ৷ সেইসঙ্গে, একটি ট্যাবলোর উদ্বোধন করেন আরপিএফ-এর আধিকারিকরা ৷ ট্যাবলোয় একটি ডিজিট্যাল ডিসপ্লে বোর্ড রয়েছে ৷ তাতে আরপিএফ-এর নানা কীর্তি ও ইতিহাস তুলে ধরা হয় ৷ আগামী 15 অগস্ট পর্যন্ত এই ট্যাবলোটি আসানসোল স্টেশনের বাইরেই ঘুরবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.