Letter to Suvendu: 'শুভেন্দু মানসিক রোগী', সুস্থতা কামনা করে এবার চিঠি দিল রায়গঞ্জ - Letter to Suvendu
🎬 Watch Now: Feature Video
বিধানসভার বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) 'মানসিকভাবে অসুস্থ' ৷ এবার এই দাবিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় পথে নেমেছে তৃণমূলের একাধিক শাখা-সংগঠন । বুধবার সেই চিত্রই দেখা গিয়েছে রায়গঞ্জে । এভাবেই শুভেন্দুকে ঘুরপথে নিশানা করার পরিকল্পনা করেছে শাসক শিবির । এ দিন রায়গঞ্জ শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেন্দুকে চিঠি পাঠানো হয় (Letter to Suvendu) । চিঠিতে লেখা 'গেট ওয়েল সুন' (Get well soon letter)। চিঠির মধ্যে দিয়ে তাঁর 'মানসিক সুস্থতা' কামনা করলেন বলে জানান রায়গঞ্জের তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সভাপতি দেবাশিস কর্মকার ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST