Brown Sugar Recovered শিলিগুড়িতে উদ্ধার 1 কোটির মাদক, গ্রেফতার দুই মহিলা - কোটি টাকার মাদক উদ্ধার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 20, 2022, 5:57 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়িতে (Siliguri) অন্তত 1 কোটি টাকার মাদক উদ্ধার করা হল ৷ সেইসঙ্গে, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল দুই মহিলাকে ৷ শনিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীনস্থ শিলিগুড়ি থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ একটি যৌথ অভিযান চালায় ৷ শিলিগুড়ি পৌরনিগম এলাকার 25 নম্বর ওয়ার্ডের মিলন পল্লিতে এই অভিযান চালানো হয় ৷ তখনই প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar Recovered)-সহ দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ (Police Arrest Two Women) ৷ ধৃতরা হলেন সাহানা বেগম এবং ময়না খাতুন ৷ এঁদের মধ্যে সাহানা মাটিগাড়ার পাকিস্তান বস্তির বাসিন্দা ৷ আর ময়নার বাড়ি স্থানীয় বিশ্বাস কলোনি এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রাহকের কাছে বিক্রি করার জন্যই ছোট্ট ব্যাগের ভিতর ব্রাউন সুগার নিয়ে এসেছিলেন সাহানা এবং ময়না ৷ কিন্তু, মাদক হাতবদল হওয়ার আগেই তাঁদের পাকড়াও করে পুলিশ ৷ এসিপি শান্তনু তালুকদারের উপস্থিতিতে উদ্ধার করা হয় ব্রাউন সুগার ৷ যার বাজারদর প্রায় 1 কোটি টাকা ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.