Ballavpur Wildlife Sanctuary: অভয়ারণ্য থেকে লোকালয়ে, নীলকণ্ঠ ময়ূর দেখতে ভিড় শান্তিনিকেতনে - Peacock Came Out From Sanctuary
🎬 Watch Now: Feature Video
অভায়ারণ্য থেকে বেরিয়ে এল ময়ূর ৷ যা দেখতে ভিড় লোকালয়ে ৷ বোলপুরের বল্লভপুর অভয়ারণ্য থেকে বেরিয়ে এসেছে একটি নীলকন্ঠ ময়ূর (Peacock Came Out From Sanctuary) ৷ আপাতত শান্তিনিকেতনের গাছে-গাছে ঘুরছে সেটি ৷ নীলকণ্ঠ ময়ূরটি দেখতে এলাকায় ভিড় করছেন স্থানীয়রা ৷ বনকর্মীদের তরফে ময়ূরটির উপর নজর রাখা হচ্ছে ৷ পাশাপাশি কীভাবে বল্লভপুর অভয়ারণ্য থেকে সেটি বেরিয়ে এল, তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷ জানা গিয়েছে, সাঁইথিয়া থেকে অসুস্থ এই ময়ূরটিকে এনে রাখা হয়েছিল বোলপুরের বল্লভপুর অভয়ারণ্যে ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST