Dum Dum Airport to Howrah Bus Service: দমদম এয়ারপোর্ট 'টু' হাওড়া স্টেশন এবার মাত্র একশো টাকায় - পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম
🎬 Watch Now: Feature Video
এবার সরকারি এসি বাসে এয়ারপোর্ট থেকে সোজা পৌছে যাওয়া যাবে হাওড়া স্টেশনে । সময় লাগবে মাত্র এক ঘন্টা । পুরো যাত্রার মাঝে থাকবে একটাই স্টপেজ । আর ভাড়া কেবল 100 টাকা । মঙ্গলবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) উদ্বোধন করলেন এই বাস পরিষেবার ৷ কলকাতা বিমানবন্দরে নেমে যাত্রীরা খুব তাড়াতাড়ি এবং সহজে চলে যেতে পারবেন হাওড়া স্টেশনে ৷ আজ থেকেই চালু হল পশ্চিমবঙ্গ পরিবহণ দফতরের তরফে দুটি বাতানুকূল শাটল বাস । এই বাস মাঝে কোথাও থামবে না । এয়ারপোর্ট থেকে ছেড়ে কৈখালী-উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরীশ পার্ক-চিত্তরঞ্জন অ্যাভেনিউ-ধর্মতলা-বিবাদী বাগ হয়ে সোজা যাবে হাওড়া স্টেশন । ফেরার পথও থাকবে একই । তবে মাঝে কোনও যাত্রী ওঠানামা করতে পারবেন না । যদি যাত্রীর প্রয়োজন থাকে তাহলে বাস 3 মিনিটের জন্য কেবল ধর্মতলায় এল-20 বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াবে । এয়ারপোর্ট ট্রলি জোনের শেষ প্রান্ত থেকে ছাড়বে এই বাস । ভোর থেকে বেশি রাত পর্যন্ত মিলবে এই পরিষেবা (New govt bus service Airport to Howrah started in Kolkata)।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST