National Park and Sanctuaries: 3 মাস পর পর্যটকদের জন্য খুলে গেল জাতীয় উদ্যান ও অভয়ারণ্য - jalpaiguri news
🎬 Watch Now: Feature Video
16 জুন থেকে 15 সেপ্টেম্বর ৷ তিনমাস পর্যন্ত জঙ্গলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল ৷ শুক্রবার তা উঠে যেতেই ফের সাধারণের জন্য খুলে দেওয়া হল জঙ্গল(National Parks and Sanctuaries Opened for Tourists after 3 months)৷ এবার ডুয়ার্সের জঙ্গলে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা(Jalpaiguri News)। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার মহানন্দা অভয়ারণ্য, আলিপুরদুয়ারের জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা ব্যাঘ্র প্রকল্প, জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য । গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওরাভ্যালি জাতীয় উদ্যানে আগামী তিনমাস পর্যটকরা প্রবেশ করতে পারেননি । রাজ্যের প্রতিটি জঙ্গলের জন্য এই নিয়মই বলবৎ ছিল ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST