Mamata Banerjee: 'সুজিতবাবু', পুজোর জন্য যেন রাস্তা বন্ধ না হয়: মুখ্যমন্ত্রী - সুজিত বসু
🎬 Watch Now: Feature Video
দেবীপক্ষ শুরু হওয়ার আগেই পুজোর (Durga Puja 2022) উদ্বোধন ! বৃহস্পতিবার কলকাতা লাগোয়া লেকটাউনের অন্যতম আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sree Bhumi Sporting Club) পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ উদ্বোধনী মঞ্চে অন্যদের সঙ্গেই উপস্থিত ছিলেন এই পুজোর অন্যতম কর্ণধার তথা বিধায়ক সুজিত বসু (Sujit Bose) ৷ শ্রীভূমির পুজোয় প্রতি বছরই ভিড় উপচে পড়ে ৷ যার জেরে পুজোর দিনগুলিতে সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত একপ্রকার বন্ধ হয়ে যায় ৷ এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিস্তর অভিযোগ উঠেছে ৷ এমনকী ভিড় বাড়ানোর জন্য উদ্যোক্তাদের অঙ্গুলি হেলনেই যে রাস্তা বন্ধ করে দেওয়া হয়, এমন অভিযোগও কানে আসে ৷ এদিন এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন মমতা ! সরাসরি সুজিতকে সুজিতবাবু সম্বোধন করে তিনি বলেন, পুজোর জন্য যেন কোনও মতেই রাস্তায় যান চলাচল বন্ধ না হয় ৷ এমনকী, পুলিশকে নির্দেশ দেন, এমন ঘটনা ঘটলে তারা যেন সরাসরি মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান ! তারপর তিনি যা ব্যবস্থা নেওয়ার নেবেন !
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST