Mamata Banerjee: মমতা যখন 'ছেন্দা বাদক', দেখুন ভিডিয়ো - ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন
🎬 Watch Now: Feature Video
চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লা গণেশনের (La Ganesan) বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ঘরে ঢোকার আগে সেখানকার বাদ্যযন্ত্র 'ছেন্দা' বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Playing Chenda in Chennai) ৷ তাঁকে ছেন্দা বাজাতে দেখে খুশি স্থানীয় শিল্পীরাও ৷ পাশাপাশি ছেন্দা বাজানোর সময় মমতাকে উৎসাহিতও করেন তাঁরা ৷ মমতার ছেন্দা বাজানোর তালে শিল্পীরাও কোমর দোলান ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST