Leopard entered in Lab: তেলেঙ্গানায় গবেষণাগারে ঘুরছে চিতাবাঘ - তেলেঙ্গানায় গবেষণাগারে ঘুরছে চিতাবাঘ
🎬 Watch Now: Feature Video
গবেষণাগারে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ (leopard roaming in Hetero laboratory) ৷ প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ল্যাবের দরজা বন্ধ করে বাইরে এলেন কর্মীরা ৷ শনিবার ভোরে তেলেঙ্গানার সাঙ্গা রেড্ডি এলাকার হেটেরো ল্যাবরেটরির এইচ ব্লকে ঢুকে পড়ে একটি চিতাবাঘ ৷ ঘটনাটি পরীক্ষাগারে উপস্থিত কর্মীদের নজরে পড়তেই তাঁরা সংশ্লিষ্ট ল্যাবটি বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন ৷ তারাই খবর দেওয়া হয় বন দফতরে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছন নেহেরু জু পার্কের আধিকারিকরা ৷ তাঁরাই 11 ঘণ্টার চেষ্টায় চিতাবাঘটিকে ঘুম পাড়ানি ইঞ্জেকশন দিয়ে খাঁচায় বন্দি করেন ৷ তারপর চিতাবাঘটিকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST