Mamata at Red Road রেড রোডে আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন মমতা
🎬 Watch Now: Feature Video
রেড রোডে স্বাধীনতা দিবসের হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আদিবাসী নৃত্যের সঙ্গে পা মেলাতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee dances to the tunes of tribal artist at Red Road) । কোভিড মহামারী কাটিয়ে এবছর প্রথম রেড রোডে সাধারণ দর্শক উপস্থিত ছিলেন । বর্ণাঢ্য নানান অনুষ্ঠানের মাধ্যমে এই দিন স্বাধীনতা দিবসের উদযাপন (Independence Day) করে রাজ্য সরকার । সেখানেই আদিবাসী নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে । আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে সেই সময় যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও । গানের প্রতিটি ছন্দে আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মমতা । আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মঞ্চ থেকে সোজা রাজপথে নেমে আসেন মুখ্যমন্ত্রী ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST