Director Premangshu Roy on politics: 'আমার কোনও রং নেই, আমি শিল্পী, যে খারাপ কাজ করে তাঁর বিরুদ্ধেই লিখব'

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 12, 2022, 5:22 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

বুদ্ধিজীবী মহল ও শিল্প-সংস্কৃতির গুণীজনেদের গায়ে রাজনীতির রঙ - এখন এতে বেশ অভ্যস্ত বঙ্গবাসী ৷ বিধানসভা নির্বাচনের আগে পালা করে শাসক ও বিরোধী দলে যোগ দিতে দেখা গিয়েছে সেলিব্রিটিদের ৷ ফল প্রকাশের পরে অবশ্য অনেক হিসেব বদলেছে ৷ ক্ষমতায় থাকা দলকে চটাবেন না বলে বিদ্বজনেদের অনেকেই সমাজের নানা চাঞ্চল্যকর ঘটনাতেও নীরব দর্শক থাকেন বলে অভিযোগ রয়েছে ৷ এসেছে চাটুকারিতার অভিযোগও ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য আকাদেমির পুরস্কার পাওয়া নিয়েও শুরু হয়েছে জোর চর্চা ৷ একদিকে যেমন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চলেছে পুরস্কার ফেরানোর পালা ৷ আবার উল্টোদিকে এসেছে শুভাপ্রসন্নর মতো বিদ্বজনের তুমুল শোরগোল ফেলে দেওয়া মন্তব্য, "রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দিতেন ৷ এই অবস্থায় সম্পূর্ণ ভিন্ন মন্তব্য শোনা গেল প্রখ্যাত চিত্র পরিচালক তথা নাট্যকার প্রেমাংশু রায়ের মুখে (Director Premangshu Roy)৷ তাঁর দাবি, সিপিএম তাঁকে মনে করে তৃণমূল, তৃণমূল তাঁকে মনে করে বিজেপি, আর বিজেপি তাঁকে মনে করে সিপিএম ৷ তবে তিনি জানেন যে, তাঁর আসল পরিচয় তিনি শিল্পী ৷ যখন যে দল খারাপ কাজ করবে, তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবে তাঁর কলম, তাঁর নাটক, তাঁর সৃষ্টি (Director Premangshu Roy on politics)৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.