Kali Puja 2022: শ্যামা আরাধনার দিন কেন হয় করুণাময়ী কালীমন্দিরে কুমারী পুজো ? - শ্যামা আরাধনার দিন
🎬 Watch Now: Feature Video
কলকাতার দক্ষিণ প্রান্তে টালিগঞ্জ ট্রাম ডিপোর মোড় থেকে যে রাস্তা প্রাচীন আদিগঙ্গা (সাধারণের কাছে 'টালি নালা' নামে পরিচিত) পেরিয়ে হরিদেবপুর হয়ে ঠাকুরপুকুর চলে গিয়েছে, সেই রাস্তার ডান দিকে মা করুণাময়ী কালীমন্দির (Karunamoyee Kali Temple) ৷ এই মন্দির প্রতিষ্ঠা করেন রায় চৌধুরীদের কুলতিলক নন্দদুলাল রায়চৌধুরী ৷ করুণাময়ী কালীমন্দিরে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয়েছে কুমারী পুজোর (Kumari Puja) । বিগত 14 বছর ধরে এখানে হয়ে আসছে কুমারী মায়ের পুজো (Kali Puja 2022) । এই পুজোয় আজ হাজির হন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) ৷ ঠিক কী কারণে কুমারী মায়ের পুজো হয় এই মন্দিরে? জানালেন মন্দির কর্তৃপক্ষ ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST