Dilip Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের তলোয়ারে ধার কমে গেছে বোধহয় !' কটাক্ষ দিলীপ ঘোষের - আল কায়েদা জঙ্গি
🎬 Watch Now: Feature Video
রেল শহর খড়্গপুরে প্রাতঃভ্রমণে চায়ে পে চর্চায় তুফান তুললেন সাংসদ দিলীপ ঘোষ ৷ রাজ্যে আল কায়েদা জঙ্গির সন্ধান প্রসঙ্গে তিনি জানান, আমরা অভিযোগ করতাম, পশ্চিমবঙ্গ পরিযায়ী জঙ্গি পাঠাচ্ছে ৷ এখন জঙ্গি রফতানি করছে ৷ তাঁর দাবি, সারা ভারতে কোথাও জঙ্গি ক্রিয়াকলাপ নেই ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি সহ-সভাপতি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাবেন, না পার্টি ? কোনও নেতার বিশ্বাসযোগ্যতা নেই ৷ মুখ্যমন্ত্রী শহিদ মিনারে একটি অনুষ্ঠানে তলোয়ার হাতে নেন ৷ এ প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, তিনি তলোয়ার নিলে কী জানি কেন ভয় লাগে না ! তাঁর তলোয়ারে ধার কমে গিয়েছে বোধহয় (BJP Vice President Dilip Ghosh take a dig at Mamata Banerjee) ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST