ICSE Examination 2022: আইসিএসই-তে দেশে চতুর্থস্থানে কোচবিহারের ঋতব্রত, পরিবারে খুশির হাওয়া - cooch bihar student ranks 4th in icse examination 2022
🎬 Watch Now: Feature Video
আইসিএসসি দশম শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করল কোচবিহারের ঋতব্রত দাস (ICSE Examination 2022) । তার এই সাফল্যে খুশি পরিবার-সহ স্থানীয়রা ৷ স্থানীয় সেন্ট মেরিস হাই স্কুলের ছাত্র ঋতব্রত দাস বর্তমানে ঋতব্রত রাজস্থানের কোটায় পড়াশুনা করেছে ৷ এই কৃতী পড়ুয়ার বাবা সুভাষ চন্দ্র দাস দিনহাটা কলেজের অধ্যাপক ও মা অঙ্কিতা মুখোপাধ্যায় তুফানগঞ্জ কলেজের অধ্যাপিকা । এদিন ছেলের সাফল্যে খবর পেয়েই তাঁর সঙ্গে ভিডিও কলে কথা বলেন তাঁরা ৷ আগামিদিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় বলে জানায় তার বাবা-মা।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST