Congress Protest over Adani Issue: আদানি গোষ্ঠীর শেয়ার পতন কাণ্ডে রাজপথে কংগ্রেস - কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
হিন্ডেনবার্গ রিসার্চে কোণঠাসা আদানি ইস্যুতে সোমবার এলআইসি অফিস এবং এসবিআই অফিসের সামনে বিশাল মিছিল করল কংগ্রেস (Congress Protest over Adani Issue) । বিক্ষোভকারীদের প্রধান দুটি দাবি ছিল: এক, হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের উপর বিস্তারিত তদন্তে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অধীনে একটি নিরপেক্ষ তদন্ত বা একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) গঠিত হোক। দ্বিতীয়, এলআইসি, এসবিআই এবং অন্যান্য জাতীয়করণকৃত ব্যাংকগুলির জোরপূর্বক বিনিয়োগের বিষয়ে সংসদে আলোচনা করা উচিত এবং বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত ৷ সর্বভারতীয় কংগ্রেসে কমিটির ডাকে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি করা হয় । হিন্দ সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে চাঁদনী চকে লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন(LIC) অফিস পর্যন্ত গিয়ে মিছিলটি শেষ হয় । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতাকর্মীরা এই মিছিলে নেতৃত্ব দেন । এছাড়াও এদিন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে বেলা 12টায় ভবানীপুর যদুবাবুর বাজার(জেলা কংগ্রেস কার্য্যালয়) মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল করা হয় ৷ যা হাজরা মোড়ে গিয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয় । এই মিছিলে জেলা কংগ্রেসের সর্বস্থরের কর্মী ও নেতৃবৃন্দ, শাখা সংগঠনের সভাপতিরা যোগদান করে প্রতিবাদকে আরও জোরালো করে তোলে ।