Jewellery Theft: সাকালবেলায় গৃহস্থের বাড়ি থেকে 10 ভরি সোনার গয়না চুরি - cash and gold jewellery stolen from a house
🎬 Watch Now: Feature Video
দুঃসাহসিক চুরির ঘটনা ৷ সকালবেলা এক গৃহস্থের বাড়ি থেকে প্রায় সাড়ে 5 লক্ষ টাকার সোনার গয়না-সহ নগদ 10 হাজার টাকা ও একটি মোবাইল ফোন উধাও হয়ে গিয়েছে (Jewellery Theft) ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুরের মতিগঞ্জ মোড় সংলগ্ন সীতানাথ গোস্বামী লেনের । সোমবার সকাল 8টা নাগাদ ওই এলাকার বাসিন্দা দিলীপ দাসের স্ত্রী বাথরুমে গিয়েছিলেন স্নান করতে ৷ ঘরের গ্রিল ছিল খোলা । সেই সুযোগে দুই মহিলা ঘরের ভেতরে ঢুকে ওই বাথরুমের ছিটকিনি দিয়ে দেয় ৷ তারপরেই দিলীপ দাসের স্ত্রীর ব্যাগ থেকে আলমারির চাবি নিয়ে লকার খোলে । অভিযোগ লকারের ভেতরে রাখা 10 ভরি সোনা এবং নগদ 10 হাজার টাকা চুরি করে নিয়ে চম্পট দেয় তারা (cash and gold jewellery stolen from a house) । চুরির ঘটনায় শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার ৷ এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । এই ঘটনার পর আতঙ্কে রয়েছে প্রতিবেশী পরিবারগুলি ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST