Kandi Bombing : গ্রাম্য বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ কান্দিতে - গ্রাম্য বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ কান্দিতে
🎬 Watch Now: Feature Video
রবিবার সকালে গ্রাম্য বিবাদের জেরে বোমাবাজির অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি থানার যশোহর গ্রামে (Bombing in Kandi after clash)। অভিযোগ উঠেছে গ্রামের বাসিন্দা সাগর শেখ এবং নাগর শেখ-সহ আরও বেশ কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে ৷ মোবাইলে ভিডিও দেখাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ঝামেলার সৃষ্টি হয় । তার জেরে আজ সকালে বোমাবাজি অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে । ঘটনায় বেশ কয়েকজন আহত হয় ৷ তারা কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST