Bengal Recruitment Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের 600 দিন, সমর্থনে হাজির বিজেপির যুব মোর্চা - শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের 600 দিন
🎬 Watch Now: Feature Video
গান্ধী মূর্তির পাদদেশে মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের 600 দিন পূর্ণ করল আজ শুক্রবার (Bengal Recruitment Scam) । তাই তাদের লড়াইয়ের সমর্থনে এবং তাদের পাশে থাকার বার্তা দিয়ে আজ বিজেপি যুব মোর্চার (BJYM) রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান সেখানে আসেন । তাই আজকের দিনে তাঁদের আন্দোলনের সঙ্গে থেকে তাঁদের প্রতিবাদকে নৈতিক সমর্থন জানাতে আসে রাজনৈতিক দলগুলি । সবক’টি দলের পক্ষ থেকে আন্দোলনকারীদের সমর্থন জানান এবং তাঁদের অভিনন্দন জানান । এতদিন ধরে তারা লাগাতার ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করে চলেছেন । সেই কারণে বিজেপির (BJP) যুব সংগঠনের তরফে প্রশংসা করা হয় আন্দোলনকারীদের ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST