SSC Recruitment Scam: বিজেপি-র দুর্নীতিবিরোধী মিছিলে 'পার্থ'কে কিল, চড়, ঘুসি - মিছিল
🎬 Watch Now: Feature Video
নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ এই ঘটনার প্রেক্ষিতেই এক অভিনব মিছিলের আয়োজন করেছিল বিজেপি ৷ বুধবার রাজ্যজুড়ে 'চোর ধরো, জোল ভরো' কর্মসূচি পালন করছে তারা ৷ তারই আওতায় উত্তর 24 পরগনার সোদপুর ও খড়দা এলাকায় এই মিছিল করা হয় ৷ মিছিলে বিজেপি-রই এক কর্মীকে পার্থ চট্টোপাধ্য়ায় সাজানো হয় ৷ হাজির করানো হয় সাজানো ইডি আধিকারিকদেরও ৷ মিছিলে অংশগ্রহণকারী বাকিরা কখনও সেই নকল পার্থকে কিল, চড়, ঘুসি মারার অভিনয় করেন ৷ আবার কখনও সাংবাদিকদের 'সাক্ষাৎকার' দিতে দেখা যায় নকল পার্থকে ৷ এমন আয়োজন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন আশপাশের মানুষ ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST