Bishop Paritosh Canning: করোনাবিধি মেনে প্রার্থনায় অংশ নিতে আবেদন কলকাতার বিশপের
🎬 Watch Now: Feature Video
বড়দিনের আগে সেজে উঠেছে শহর । কেকের মন ভালো করা গন্ধ থেকে শুরু করে গীর্জার ঘণ্টা ধ্বনি, ক্রিসমাস ক্যারোলে আজ সন্ধ্যা থেকেই কলকাতার আকাশ বাতাস মুখর হবে । উৎসব মুখর মানুষের ভিড় সামলাতে প্রশাসন তৎপর । কোনও সন্দেহ নেই উৎসবের মেজাজে কাঁটা ছড়াতে উপস্থিত করোনা । সাবধানতার কথা ইতিমধ্যেই বলা শুরু হয়েছে । সেই সুর কলকাতার বিশপ পরিতোষ ক্যানিংয়ের (Bishop Paritosh Canning) গলাতেও । বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি করোনা সতর্কতার কথা মনে করিয়ে দিয়েছেন । মাস্ক ব্যবহার, দুরত্ব বিধি বজায় রাখার চেষ্টা এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ জয়ের জন্য । পাশাপাশি ইটিভি ভারতকে বিশপ জানালেন, সেন্ট পলস ক্যাথিড্রাল গীর্জা-সহ বাকি গীর্জার প্রার্থনার সময় সূচি এবং নিয়মাবলী ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST