HS Result 2022: বাবা দিনমজুর, উচ্চমাধ্যমিকে ষষ্ঠ আলিপুরদুয়ারের বর্ষা - উচ্চমাধ্যমিক ফলাফল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 10, 2022, 4:44 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

মোট 493 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে (HS Result 2022) ষষ্ঠ স্থান অধিকার করেছে আলিপুরদুয়ারের (Alipurduar) কলাবাড়ি বনবস্তি এলাকার বাসিন্দা বর্ষা পরভিন ৷ তার বাবা মতিয়ার রহমান পরিযায়ী শ্রমিক ৷ তিনি জানিয়েছেন, একদিকে অনটনের সংসার, অন্যদিকে করোনা আর লকডাউন ৷ যাবতীয় প্রতিবন্ধকতা জয় করেই সাফল্য অর্জন করেছে তাঁর মেয়ে ৷ বর্ষার লক্ষ্য, আমলা পদে সরকারি চাকরি ৷ আগামিদিনে ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসতে চায় সে ৷ কীভাবে তার প্রস্তুতি নেওয়া যায়, আপাতত তা নিয়েই ভাবনা, চিন্তা চলছে ৷ বর্ষা জানিয়েছে, স্নাতকস্তরে কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, বা কোন কলেজে ভর্তি হবে, সেসব এখনও স্থির করেনি সে ৷ বর্ষার এই সাফল্যে খুশি পাড়া-প্রতিবেশীরাও ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.