Agnimitra Paul: আসানসোল মেয়র উপনির্বাচনে ছাপ্পা হবে, দাবি অগ্নিমিত্রার - দাবি অগ্নিমিত্রার
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার সকালে জেকে নগর মোড়ে চায়ের আড্ডায় অংশগ্রহণ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (MLA Agnimitra Paul) । সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, "আসানসোল লোকসভা উপনির্বাচনে ছাপ্পা হয়েছে, আসানসোল 6 নম্বর ওয়ার্ডের মেয়র উপনির্বাচনেও ছাপ্পা হবে ৷ একইসঙ্গে 50-60 জন লোক হাতে আগ্নেয়াস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবাধে ছাপ্পা চালাবে । পশ্চিমবঙ্গ ছাপ্পা ভোটে পরিণত হয়েছে । তাই আসানসোল পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ডে মেয়র উপনির্বাচনে অবাধ শান্তিপূর্ণ ভোট হওয়ার কোনও সম্ভাবনাই নেই ।"
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST