Amarnath Cloud Burst: অমরনাথ যাত্রায় মৃত্যু বারুইপুরের পড়ুয়ার - অমরনাথ যাত্রায় মর্মান্তিক মৃত্যু বারুইপুরের পড়ুয়ার
🎬 Watch Now: Feature Video
অমরনাথে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি । এ রাজ্যের অনেক পর্যটক ও পুর্ণার্থী আটকে পড়েছেন সেখানে । স্বভাবতই উদ্বিগ্ন তাঁদের পরিবারের সদস্যরা । এরই মধ্যে জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় গিয়ে মৃত্যু হল বারুইপুরের এক পড়ুয়ার (A student of Baruipur dies in Amarnath Cloud Burst incident) । তাঁর নাম বর্ষা মুহুরি । ভূগোল নিয়ে এমএসসি পড়ছিলেন তিনি । শুক্রবার অমরনাথে মেঘভাঙা বৃষ্টির জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয় । তাঁদের মধ্যে ছিলেন বারুইপুরের এই পড়ুয়া । আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা । 2 জুলাই মা ও মামাকে নিয়ে অমরনাথের উদ্দেশ্যে পাড়ি দেয় বর্ষা । দক্ষিণ 24 পরগনা জেলা থেকে মোট 7 জন পর্যটক অমরনাথের গিয়েছে বলে সূত্রের খবর ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST