Narendrapur: নরেন্দ্রপুরে দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত 5 নাবালক - বোমা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 28, 2022, 5:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:30 PM IST

নরেন্দ্রপুরে (Narendrapur) দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত 5 । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়াতে । আহতদের চিকিৎসা চলছে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুরের দাস পাড়াতে একটি মাঠে প্রতিদিনের মতোই খেলতে এসেছিল নাবালক ৷ খেলতে এসে তারা মজুত করা বোমা (Bomb) দেখতে পায় । ঘটনাস্থলে একদল দুষ্কৃতী (Miscreants) পৌঁছায় সেই সময় । ওই দুষ্কৃতীরা বাচ্চাদের চলে যেতে বলে কিন্তু তারা না যাওয়ায় তাদের লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ । ঘটনায় গুরুতর আহত এই পাঁচজন । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur PS) । দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । পুলিশ এসে একটি ফাঁকা ড্রাম ও একটি বাইক উদ্ধার করেছে । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.