Sujan on Prorogue Tweet : রাজায় রাজায় যুদ্ধ চলছে, রাজ্যপালের স্বতঃপ্রণোদিত 'প্রোরোগ' সম্পর্কে সুজন - রাজ্যপালের প্রোরোগ নোটিস নিয়ে বামনেতা সুজন
🎬 Watch Now: Feature Video
স্বতঃপ্রণোদিতভাবে রাজ্যপাল বিধানসভার অধিবেশন প্রোরোগ করবেন, একে নজিরবিহীন বলে আখ্যা দিলেন প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তী ৷ তাঁর মতে, ভারতে কখনও এমন হয়নি এবং হওয়ার কথা নয় ৷ পৌরসভা নির্বাচনী প্রচারে শনিবার কোচবিহারে আসেন বামনেতা । এদিন তিনি বলেন, "বিধানসভা অধিবেশন শেষে রাজ্য সরকার তা রাজ্যপালকে জানাবে, রাজ্যপাল তখন অধিবেশন সমাপ্তির ঘোষণা করবেন ৷ বিধানসভার অধিবেশন অনেকদিন আগে শেষ হয়ে গিয়েছে ৷" তাঁর প্রশ্ন রাজ্য সরকার কি জগদীপ ধনকড়কে বিধানসভা অধিবেশন সমাপ্তির কথা জানায়নি এবং প্রোরোগ করতে হবে ? রাজ্য সরকার যদি না জানিয়ে থাকে, তাও বেঠিক এবং রাজ্যপাল নিজে প্রোরোগ করছেন, এটাও বেঠিক, জানালেন বামনেতা ৷ বিধানসভার অধিবেশন রাজ্যপাল ডাকবেন কারণ, তিনি বন্ধ করেছেন ৷ বামনেতার প্রশ্ন, তাঁকে বন্ধ করার অধিকার না দিলে, তিনি ডাকবেন কী করে ? এ প্রসঙ্গে তিনি বলেন, "তাহলে কি রাজ্য সরকার চাইছে না, রাজ্যপাল ডাকুন ৷ সেইজন্যে রাজ্যপালকে প্রোরোগের নোটিস পাঠানো হয়নি ?" (Left Front Leader Sujan Chakraborty says Governor prorogue decision is unprecedented)
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST