Kalyani JNM Student Protest: নিরাপত্তার দাবিতে কল্যাণী মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভ - নিরাপত্তার দাবিতে বিক্ষোভ কল্যাণী মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীদের
🎬 Watch Now: Feature Video
নেই কোনও নিরাপত্তা,অবাধে চলে ভাঙচুর। যে কোনও সময় প্রাণঘাতী হামলার আশঙ্কা রয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে ও একাধিক দাবিতে কলেজের সামনে বসে শনিবার বিক্ষোভ দেখালেন নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা (Kalyani JNM Student Protest)। গত কয়েক মাস ধরে কল্যাণী জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে একাধিক ঘটনা ঘটেছে। কয়েকদিন আগে হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছিল। শুক্রবার রাতে ছাত্রছাত্রীদের জন্য নতুন করে যে অডিটোরিয়াম তৈরি হচ্ছে, সেই অডিটোরিয়ামের ভিতর একদল দুষ্কৃতী তাণ্ডব চালায় বলে অভিযোগ ওঠে। একাধিক জায়গায় ভাঙচুর চালায় তারা। ছাত্রছাত্রীদের দাবি, নিরাপত্তারক্ষী থাকলেও তারা ঠিকমতো ডিউটি করেন না। সেই কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। তাই নিরাপত্তার দাবি তুলে অবস্থান-বিক্ষোভ করেন ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের একাংশ। এই বিষয়ে এক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বলেন, "আমরা ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ৷ কর্তৃপক্ষের সিদ্ধান্তের দিকে আমাদের লক্ষ্য রয়েছে। তবে ছাত্রছাত্রীরা যে দাবি জানাচ্ছে সেই দাবি অবিলম্বে কর্তৃপক্ষের মেনে নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত।"
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST
TAGGED:
Kalyani JNM Student Protest