Watermelon Sunset Juice: দীপাবলির আমেজে তরতাজা থাকতে খান তরমুজের জুস - ঘরোয়া ড্রিঙ্কস রেসিপি
🎬 Watch Now: Feature Video
ফ্রুট জুস যে কোনও মরশুমেই উপকারী(Watermelon Sunset Juice)৷ দীপাবলিতে মিষ্টির রকমারি পদ বানানোর পাশাপাশি জুসের ক্ষেত্রেও বৈচিত্র্য আনতে পারেন ৷ আর তাছাড়া দীপাবলির সময় দিনের বেলা বেশ গরমও থাকে ৷ তাই কাজকর্মের পর নিজেকে ও পরিবারকে তরতাজা রাখতে তরমুজ ও লেবুর সংমিশ্রণে তৈরি এই জুস ট্রাই করে দেখতে পারেন(Diwali Special Non Alcoholic Drink Watermelon Juice Recipe)৷ রেসিপি দিচ্ছে ইটিভি ভারত ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST