Actor Rob Dey's Puja Plan: প্রি ও পোস্ট পুজোতে জমিয়ে মজা নিতে চান অভিনেতা রব
🎬 Watch Now: Feature Video
পুজোর (Durga Puja 2022) আর বেশিদিন বাকি নেই। তাই পুজোর কেনাকাটার ব্যস্ততা এখন তুঙ্গে। অন্যান্যদের মতো পুজো শপিং-এ মেতে উঠেছেন সেলেবরাও ৷ এই মুহূর্তে শ্যুটিংয়ের ব্যস্ততা নেই অভিনেতা রব দে-এর (Actor Rob Dey)। 'পাণ্ডব গোয়েন্দা' ধারাবাহিক শেষ হওয়ার ক'দিনের মধ্যেই 'মন ফাগুন' ধারাবাহিকে জার্নি শুরু হয় রবের। সেই ধারাবাহিকও শেষ হয়েছে সম্প্রতি। তাই এই মুহূর্তে একটু হালকা রয়েছেন রব ৷ তাই পুজোর আনন্দ লুটেপুটে নিতে চাইছেন অভিনেতা (Actor Rob Dey's Puja Plan)। এছাড়াও আর কী কী শেয়ার করলেন ইটিভি ভারতকে ? জেনে নিন...
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST