ETV Bharat / sports

বিশ্বকাপে ডবল সেঞ্চুরি, তাঁর থ্রো’য়েই ভারতের স্বপ্নভঙ্গ ! অবসর নিলেন কিউয়িদের কিংবদন্তি ব্যাটার - MARTIN GUPTILL RETIRES

বিশ্বকাপের মঞ্চে দ্বি-শতরানের বিরল নজিরও রয়েছে তাঁর দখলে ৷ অকল্যান্ড এসেসের বর্তমান অধিনায়ক জানিয়েছেন, ভবিষ্যতে টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ।

New Zealand Star Player announces retirement
অবসর নিলেন কিউয়িদের কিংবদন্তি ব্যাটার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 8, 2025, 7:41 PM IST

Updated : Jan 8, 2025, 7:58 PM IST

হায়দরাবাদ, 8 জানুয়ারি: 2019 বিশ্বকাপ সেমি-ফাইনাল ৷ ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং ধোনি যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন । যা ভারতকে ছিটকে দেয় ৷ 2014 সালের অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এসেছিল 111 রানের ইনিংস ৷ শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে দ্বি-শতরানের বিরল নজিরও রয়েছে তাঁর দখলে ৷ এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিউয়িদের কিংবদন্তি তারকা ৷

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল । 38 বছর বয়সি গাপটিল নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন 367 ম্যাচে (198 ওডিআই, 122 টি-20 ও 47টি টেস্ট) ৷ তিনটি ফরম্যাট মিলিয়ে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ভেঙেছেন একাধিক রেকর্ড । অকল্যান্ড এসেসের বর্তমান অধিনায়ক জানিয়েছেন, ভবিষ্যতে টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ।

গাপটিল তাঁর 14 বছর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার (2009 -2022) শেষ করেছেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ টি-20 রান সংগ্রাহক হিসাবে ৷ 122 টি-20 ম্যাচে তাঁর রান 3,531 ৷ ওডিআই ক্রিকেটে 7,346 রান করা গাপটিল রস টেলর এবং স্টিফেন ফ্লেমিংয়ের পরে তৃতীয় স্থানে রয়েছেন ।

New Zealand Star Player announces retirement
তাঁর থ্রো’য়েই ভারতের স্বপ্নভঙ্গ (ইটিভি ভারত)

মার্টিন গাপটিল বলেন, ‘‘ছোটবেলায় নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল ৷ আমি আমার দেশের হয়ে 367টি ম্যাচ খেলা খেলতে পেরে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান এবং গর্বিত বোধ করি ৷ আমি বছরের পর বছর ধরে আমার সমস্ত সতীর্থ এবং কোচিং স্টাফকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই ৷ বিশেষ করে মার্ক ও'ডোনেল যিনি আমাকে অনূর্ধ্ব-19 স্তর থেকে কোচিং করেছেন ৷’’

2015 ওডিআই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জেতে কিউয়িরা ৷ ওই ম্যাচে 237 রানে অপরাজিত ছিলেন গাপটিল ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ডবল সেঞ্চুরি করা প্রথম নিউজিল্যান্ডার হয়েছিলেন তিনি । দেশের হয়ে 47টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি ৷

আরও পড়ুন

হায়দরাবাদ, 8 জানুয়ারি: 2019 বিশ্বকাপ সেমি-ফাইনাল ৷ ইনিংসের শেষ ভাগে মহেন্দ্র সিং ধোনি যখন খোলস ছেড়ে মারতে শুরু করেছেন তখনই অব্যর্থ টিপে তাঁকে রান আউট করেন । যা ভারতকে ছিটকে দেয় ৷ 2014 সালের অকল্যান্ডে ভারতের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এসেছিল 111 রানের ইনিংস ৷ শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে দ্বি-শতরানের বিরল নজিরও রয়েছে তাঁর দখলে ৷ এবার ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কিউয়িদের কিংবদন্তি তারকা ৷

বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল । 38 বছর বয়সি গাপটিল নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন 367 ম্যাচে (198 ওডিআই, 122 টি-20 ও 47টি টেস্ট) ৷ তিনটি ফরম্যাট মিলিয়ে 23টি সেঞ্চুরি রয়েছে তাঁর ৷ সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে ভেঙেছেন একাধিক রেকর্ড । অকল্যান্ড এসেসের বর্তমান অধিনায়ক জানিয়েছেন, ভবিষ্যতে টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ।

গাপটিল তাঁর 14 বছর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার (2009 -2022) শেষ করেছেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ টি-20 রান সংগ্রাহক হিসাবে ৷ 122 টি-20 ম্যাচে তাঁর রান 3,531 ৷ ওডিআই ক্রিকেটে 7,346 রান করা গাপটিল রস টেলর এবং স্টিফেন ফ্লেমিংয়ের পরে তৃতীয় স্থানে রয়েছেন ।

New Zealand Star Player announces retirement
তাঁর থ্রো’য়েই ভারতের স্বপ্নভঙ্গ (ইটিভি ভারত)

মার্টিন গাপটিল বলেন, ‘‘ছোটবেলায় নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল ৷ আমি আমার দেশের হয়ে 367টি ম্যাচ খেলা খেলতে পেরে অবিশ্বাস্যভাবে ভাগ্যবান এবং গর্বিত বোধ করি ৷ আমি বছরের পর বছর ধরে আমার সমস্ত সতীর্থ এবং কোচিং স্টাফকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতে চাই ৷ বিশেষ করে মার্ক ও'ডোনেল যিনি আমাকে অনূর্ধ্ব-19 স্তর থেকে কোচিং করেছেন ৷’’

2015 ওডিআই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জেতে কিউয়িরা ৷ ওই ম্যাচে 237 রানে অপরাজিত ছিলেন গাপটিল ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ডবল সেঞ্চুরি করা প্রথম নিউজিল্যান্ডার হয়েছিলেন তিনি । দেশের হয়ে 47টি টেস্ট খেলে তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি ৷

আরও পড়ুন

Last Updated : Jan 8, 2025, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.