ETV Bharat / bharat

মহিলার শারীরিক গঠন নিয়ে মন্তব্য যৌন হেনস্তার সমান: কেরল হাইকোর্ট - COMMENT ON WOMAN BODY STRUCTURE

একটি মামলার শুনানিতে কেরল হাইকোর্ট যুগান্তকারী রায় দিয়েছে ৷ আদালত জানিয়েছে, নারীর শারীরিক গঠন নিয়ে কোনও মন্তব্য করা যৌন হেনস্তার মতোই ৷

Comment on Body Structure of Women is punishable
মহিলার শারীরিক গঠন নিয়ে মন্তব্য অপরাধ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 7:06 PM IST

Updated : Jan 8, 2025, 7:42 PM IST

কোচি, 8 জানুয়ারি: মহিলার শারীরিক গঠন নিয়ে কোনও মন্তব্য করলে তা যৌন হেনস্তার সমান অপরাধ ৷ এই মন্তব্যের জন্য বক্তা দোষী সাব্যস্ত হতে পারে ৷ তার শাস্তিও হতে পারে ৷ সোমবার একটি মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি এ বদরুদ্দিন ৷

কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদ-এর (কেএসইবি) এক প্রাক্তন কর্মী আদালতে আপিল করেছিলেন, একই প্রতিষ্ঠানের এক মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্তার মামলা দায়ের করেছে, তা খারিজ করা হোক ৷ সেই আবেদন বাতিল করে কেরল হাইকোর্ট আজ এই রায় দিয়েছে ৷

ওই মহিলা অভিযোগ করেন, 2013 সাল থেকে পুরুষ সহকর্মী তাঁর বিরুদ্ধে কুৎসিত ভাষা ব্যবহার করতে থাকেন ৷ 2016-17 সালে তিনি আপত্তিকর মেসেজ এবং ভয়েস কল করতে থাকেন ৷ কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদ, এমনকী পুলিশের কাছেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে ৷ তারপরেও এই কাজকর্ম চলতে থাকে বলে দাবি করেন অভিযোগকারী ৷

মহিলার অভিযোগের ভিত্তিতে ওই কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তা, মহিলাদের অসম্মান করা এবং কেরল পুলিশ আইনের 120(o) ধারায় (অবাঞ্ছিত ফোন, চিঠি, লেখালিখি, মেসেজের মাধ্যমে বিরক্ত করা) মামলা দায়ের হয় ৷

অভিযুক্ত দাবি করেন, কারও সুন্দর শরীরের গঠন নিয়ে স্রেফ মন্তব্য করলে তাতে যৌন রং চাপানো যায় না ৷ সরকারি কৌঁসুলি এবং ওই মহিলা, দু'জনেই সওয়াল করেন, অভিযুক্তের করা মন্তব্য এবং ফোন কলগুলি যৌন ইঙ্গিতপূর্ণ ছিল ৷ এগুলি তাঁকে হেনস্তার উদ্দেশে এবং শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৷

সরকারি কৌঁসুলির সঙ্গে একমত পোষণ করে কেরল হাইকোর্ট ৷ আদালত জানায়, প্রাথমিকভাবে এই অপরাধ যৌন হেনস্তা, মহিলাদের অসম্মান করার সমতুল অপরাধ ৷

কোচি, 8 জানুয়ারি: মহিলার শারীরিক গঠন নিয়ে কোনও মন্তব্য করলে তা যৌন হেনস্তার সমান অপরাধ ৷ এই মন্তব্যের জন্য বক্তা দোষী সাব্যস্ত হতে পারে ৷ তার শাস্তিও হতে পারে ৷ সোমবার একটি মামলায় এই রায় দিয়েছেন বিচারপতি এ বদরুদ্দিন ৷

কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদ-এর (কেএসইবি) এক প্রাক্তন কর্মী আদালতে আপিল করেছিলেন, একই প্রতিষ্ঠানের এক মহিলা কর্মী তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্তার মামলা দায়ের করেছে, তা খারিজ করা হোক ৷ সেই আবেদন বাতিল করে কেরল হাইকোর্ট আজ এই রায় দিয়েছে ৷

ওই মহিলা অভিযোগ করেন, 2013 সাল থেকে পুরুষ সহকর্মী তাঁর বিরুদ্ধে কুৎসিত ভাষা ব্যবহার করতে থাকেন ৷ 2016-17 সালে তিনি আপত্তিকর মেসেজ এবং ভয়েস কল করতে থাকেন ৷ কেরলের রাজ্য বিদ্যুৎ পর্ষদ, এমনকী পুলিশের কাছেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে ৷ তারপরেও এই কাজকর্ম চলতে থাকে বলে দাবি করেন অভিযোগকারী ৷

মহিলার অভিযোগের ভিত্তিতে ওই কর্মীর বিরুদ্ধে যৌন হেনস্তা, মহিলাদের অসম্মান করা এবং কেরল পুলিশ আইনের 120(o) ধারায় (অবাঞ্ছিত ফোন, চিঠি, লেখালিখি, মেসেজের মাধ্যমে বিরক্ত করা) মামলা দায়ের হয় ৷

অভিযুক্ত দাবি করেন, কারও সুন্দর শরীরের গঠন নিয়ে স্রেফ মন্তব্য করলে তাতে যৌন রং চাপানো যায় না ৷ সরকারি কৌঁসুলি এবং ওই মহিলা, দু'জনেই সওয়াল করেন, অভিযুক্তের করা মন্তব্য এবং ফোন কলগুলি যৌন ইঙ্গিতপূর্ণ ছিল ৷ এগুলি তাঁকে হেনস্তার উদ্দেশে এবং শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৷

সরকারি কৌঁসুলির সঙ্গে একমত পোষণ করে কেরল হাইকোর্ট ৷ আদালত জানায়, প্রাথমিকভাবে এই অপরাধ যৌন হেনস্তা, মহিলাদের অসম্মান করার সমতুল অপরাধ ৷

Last Updated : Jan 8, 2025, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.