Bombs Recovered : বীরভূমের খয়রাশোল থেকে 35 বোমা উদ্ধার - bombs recovered from khayrasole
🎬 Watch Now: Feature Video
বীরভূমের খয়রাশোল থানার জোড়া বটতলা বাসস্ট্যান্ডের পাশ থেকে 35টি বোমা উদ্ধার করল পুলিশ (35 bombs recovered from Khayrasole)। এই নিয়ে বীরভূমের 5টি থানা এলাকা থেকে 415টি বোমা উদ্ধার হল । রামপুরহাট কাণ্ডের পর বগটুইয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দেন বেআইনি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করতে হবে । তারপর বীরভূমের মাড়গ্রাম, দুবরাজপুর, লাভপুর, সদাইপুর থানা থেকে বোমা উদ্ধার করে পুলিশ । বুধবার খয়রাশোল থানার বাসস্ট্যান্ডের পাশে একটি ঝোপ থেকে প্লাস্টিকের বালতি থেকে 35টি বোমা উদ্ধার করে পুলিশ । পরে সেগুলো নিষ্ক্রিয় করে সিআইডির বম্ব স্কোয়াড । এখনও বীরভূম জেলা জুড়ে পুলিশি অভিযান অব্যাহত ।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST