Students Return from Ukraine : যুদ্ধ বিধ্বস্ত খারকিভ থেকে ফিরলেন আসানসোলের সালহীন - Students Return from Ukraine
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14656880-thumbnail-3x2-porua.jpg)
দীর্ঘ উৎকণ্ঠার পর্ব পেরিয়ে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন আসানসোলের ছাত্রী (Asansol Student returns from Ukraine) সালহীন সাজিদ । খারকিভে মেডিক্যাল পড়তে গিয়েছিলেন এই পড়ুয়া ৷ রবিবার বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার ওকে রোডে নিজের বাড়িতে ফেরেন সালহীন ৷ ব্যান্ড বাজিয়ে, বাজি ফাটিয়ে, ফুলের মালা পরিয়ে এলাকাবাসীরা তাঁকে বরণ করে নেন ৷ বাড়ি ফিরে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Students Return from Ukraine