Anubrata Lawyers at Nizam Palace : এসএসকেএমে অনুব্রত, নিজাম প্যালেসে তাঁর আইনজীবীরা - Anubrata Lawyers at Nizam Palace
🎬 Watch Now: Feature Video
দুপুর পৌনে দুটো নাগাদ নিজাম প্যালেসে সিবিআই-এর কাছে এলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ এবং অনির্বাণ ঠাকুরতা । অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সময় চেয়েছেন তাঁরা ৷ কারণ তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক । এসএসকেএমে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তার পর অনুব্রত মণ্ডলের আইনজীবীরা নথিপত্র নিয়ে সিবিআই দফতরে পৌঁছন । তাঁরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন, সংস্থা তদন্তের নামে অনুব্রত মণ্ডলকে নাজেহাল করছে ৷ গরুপাচার কাণ্ডে আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির । কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে ভর্তি হয়েছেন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক (Anubrata Lawyers at Nizam Palace ) ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST