Helped the Disabled Man in Bankura : বিশেষভাবে সক্ষম যুবককে ট্রাই সাইকেল প্রদান পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষের - bankura zilla parishad karmadhakshya Provides a tricycle to a disabled young man
বাঁকুড়া জেলার ওন্দার বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক গৌতম ঘোষ ৷ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, নিয়তি কেড়ে নিয়েছে তার দুটো পা । তবুও তাঁর ইচ্ছে ছিল কিছু করার ৷ বাঁকুড়া জেলা পরিষদ অফিসের কাছে প্রায়ই তাঁকে দুই হাতে ভর করে ঘুরে বেড়াতে দেখেন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ ৷ তাঁর কী প্রয়োজন জিজ্ঞাসা করতেই ওই যুবক উত্তর দেয় একটা ট্রাই সাইকেল পেলে ঘুরে ঘুরে কিছু কাজ করে উপার্জন করতে পারি ৷ তাঁর এই সদিচ্ছার কথা শুনেই সাহায্যের জন্য এগিয়ে আসেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় ৷ ওই যুবকের হাতে তুলে দেন একটি ট্রাই সাইকেল (Bankura Zilla Parishad Karmadhakshya Provides a Tricycle to a Disabled Young Man) ৷ গৌতমও খুশি এই উপহার পেয়ে ৷
বিশেষভাবে সক্ষম যুবককে ট্রাই সাইকেল প্রদান পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষের
বাঁকুড়া জেলার ওন্দার বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবক গৌতম ঘোষ ৷ জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম, নিয়তি কেড়ে নিয়েছে তার দুটো পা । তবুও তাঁর ইচ্ছে ছিল কিছু করার ৷ বাঁকুড়া জেলা পরিষদ অফিসের কাছে প্রায়ই তাঁকে দুই হাতে ভর করে ঘুরে বেড়াতে দেখেন পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ ৷ তাঁর কী প্রয়োজন জিজ্ঞাসা করতেই ওই যুবক উত্তর দেয় একটা ট্রাই সাইকেল পেলে ঘুরে ঘুরে কিছু কাজ করে উপার্জন করতে পারি ৷ তাঁর এই সদিচ্ছার কথা শুনেই সাহায্যের জন্য এগিয়ে আসেন বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায় ৷ ওই যুবকের হাতে তুলে দেন একটি ট্রাই সাইকেল (Bankura Zilla Parishad Karmadhakshya Provides a Tricycle to a Disabled Young Man) ৷ গৌতমও খুশি এই উপহার পেয়ে ৷