হায়দরাবাদ: ত্বকের পৃষ্ঠে বা শরীরে অবাঞ্ছিত লোম বেশিরভাগ ক্ষেত্রেই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় । শর্ট ড্রেস পরা থেকে স্লিভ লেস জামা, ত্বকে মাত্রাতিরিক্ত লোম থাকলে এসব পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করা যায় না (Hair Removal)। তাই শরীরে লোম কমিয়ে ফেলার সহজ উপায় অনেকেই খোঁজেন। অনেকেই হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করেন ৷ তবে তা অনেকসময় বেশি খরচ সাপেক্ষ হয়ে যায় ৷ এই লোম কমানো বা তোলার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে ৷
ঘরোয়া পদ্ধতিতে একটি স্ক্রাব বানিয়ে নিতে হবে হেয়ার রিমুভালের জন্য । যা বানাতে প্রথমেই দরকার চিনি । একটি পাত্রে নিতে হবে 4 কিউব বা 3 টেবিল চামচ চিনি । তাতে দিন 2 টেবিল চামচ লেবুর রস । এরই সঙ্গে পাঁচ টেবিল চামচের মতো আলুর রস নিতে হবে । সবশেষে 5 টেবিল চামচ মুসুর ডাল নিন এবং একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন ৷
আরও পড়ুন: জেনে নিন জিঙ্কের উপকারিতা
সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে । এবার শরীরে যেখানে অবাঞ্ছিত লোম তোলা দরকার সেখানে এই মিশ্রণটি লাগাতে হবে । মিশ্রণটি 20 মিনিট লাগিয়ে রাখতে হবে এবং সেটি ত্বকে শুকিয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে ফেলতে হবে । শুকিয়ে যাওয়া মিশ্রণটিই লোম তুলে ফেলতে সাহায্য করবে। পাশাপাশি আলুর রস লোমের রঙ হালকা করতে সাহায্য করে ৷
এটি একদম প্রাকৃতিক উপায়ে ত্বক থেকে লোম কমাতে সাহায্য করে । মিশ্রণটি লোমের পরিমাণ কমাবে এবং রং হালকা করে দেবে । ফলে আপনাকে ব্যয়বহুল উপায়ে ক্রিমের মাধ্যমে লোম তুলতে হবে না ৷