ETV Bharat / sukhibhava

Kojagari Laxmi Puja: কোজাগরী লক্ষ্মীপুজো করুন তিথি মেনে, ভুল করেও এই কাজ করবেন না

Lakshmi Puja: পুজোর চারটে দিন আনন্দ, হৈ-হুল্লোড়ের পর উমা কৈলাশে ফিরতেই বিশাদের সুর নেমেছিল বঙ্গে ৷ তবে সামনেই কোজাগরী লক্ষ্মী পুজো ৷ তাই নতুন উদ্যোগে বাঙালিদের শুরু হয়ে গিয়েছে পুজো প্রস্তুতি ৷ জেনে নিন পুজোর তিথি, সময় ৷ পাশাপাশি, জেনে নিন লক্ষ্মী পুজোয় কোন ভুল একদমই করবেন না ৷

Kojagari Laxmi Puja
কোজাগরী লক্ষ্মীপুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 11:01 AM IST

হায়দরাবাদ: আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে বঙ্গবাসী মেতে ওঠে ধনদেবী কোজাগরী লক্ষ্মী পুজোয় ৷ বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই দিন দেবী আরাধনা হয়ে থাকে ৷ ঘরে শ্রী বৃদ্ধি ও ধন-সম্পদ বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় লক্ষ্মী দেবীর ব্রত করে থাকেন প্রত্যেকে ৷ কোজাগরী শব্দটির অর্থ কে জেগে আছে ?

কোজাগরী লক্ষ্মী পু জোর তিথি

এই বছর ক্যালেন্ডার অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থাকছে 28 অক্টোবর, শুক্রবার রাত 10.55 মিনিট থেকে রাত 11.46 মিনিট পর্যন্ত ৷ অর্থাৎ মাত্র 50 মিনিট থাকছে পুজোর সময় ৷ তবে পূর্ণিমা তিথি ধরে পুজো করতে চাইলে তার সময় একটু আলাদা ৷ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28 অক্টোবর ভোর 4.17 মিনিটে ৷ শেষ হচ্ছে 29 অক্টোবর রাত 1.53 মিনিটে ৷

বলা হয়, মা লক্ষ্ণী প্রচন্ড চঞ্চলা ৷ পুজোয় একটু এদিক থেকে ওদিক হলেও দেবী ক্রধিত হন ৷ পরিবারে নেমে আসে অশুভ ছায়া ৷ দিনে দিনে ক্ষয় হতে থাকে ধন সম্পদের ৷ তাই বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি ৷ বিরত থাকুন ভুলগুলি করা থেকে ৷

মা লক্ষ্মী শান্তিপ্রিয় ৷ যেখানে কোলাহল, ঝগড়া হয় সেই বাড়িতে দেবী অধিষ্ঠান করেন না ৷ তাই তাঁর পুজোতেও কোনও রকম অতিরিক্ত শব্দ করা যায় না ৷ তাই ভুলেও অন্য পুজোর মতো এই পুজোতেই কাঁসর ঘণ্টা বাজাবেন না ৷ কাঁসর বাজালে বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী হন না ৷ তার বদলে অলক্ষী বিরাজ করে বাড়িতে ।

নারায়ণ পুজোয় যেমন তুলসী পাতা অবশ্যই দিতে হয়, তেমনি লক্ষ্মী পুজোয় ভুলেও তুলসী পাতা দিতে নেই ৷ বলা হয়, তুলসী মা লক্ষ্মী সতীন ৷ তাই পুজো করার সময় বেলপাতা, দুর্বা যেমন দেবেন তেমনই তুলসী পাতার ছোঁয়া ভুলেও দেবেন না ৷

মা লক্ষ্মীর পুজোয় নজর দেবেন বাসনপত্রের দিকেও ৷ তাই পিতলের বাসন ব্যবহার করবেন ৷ ভুল করেও লোহার কোনও রকম পাত্র দেবীর পুজোয় ব্যবহার করবেন না ৷ ছোট্ট কোনও লোহার পাত্র-ও পুজোর বেদীতে থাকলে কুপিত হন ধন দেবী৷ তাই পরিবারের মঙ্গল কামনায় লোহার পাত্র বা বাসন ব্যবহার করবেন না ৷

যখন দেবীর পুজো করতে বসছেন, তখন দেখে নেবেন, ধূপ, প্রদীপ বা বাতি যেন আপনার বাঁদিকে না থাকে ৷ তাই এই সবকিছু রাখবেন আপনার ডানদিকে ৷ তবেই তা মা লক্ষ্মীর বামদিকে থাকবে ৷

লক্ষ্মী পুজোয় যেমন তুলসী পাতা ব্যবহার করতে নেই তেমনি ব্যবহার করতে নেই কোনও রকম সাদা ফুল ৷ সধবাদের ক্ষেত্রে যেহেতু সাদা রঙ অশুভ হিসাবে ধরা হয়ে থাকে, তাই সাদা বাদ দিয়ে অনান্য যে কোনও রঙের ফুল দেওয়া যেতে পারে দেবী লক্ষ্মীকে ৷ চাইলে পদ্মের পাশাপাশি গোলাপ, গাঁদা, লাল জবা, ও দুর্গা ঘাস অবশ্যই দিতে পারেন ৷ কিন্তু সাদা ফুল নৈব নৈব চ ৷

যে পিঁড়িতে বা যে স্থানে মা লক্ষ্মীকে বসাবেন সেখানে সাদা কাপড় বা থান পাতবেন না ৷ এমনকী, সাদা পোশাক পরেও পুজোতে বসতে নেই ৷ তাই ভালো হয় দলুদ রঙের কাপড় ব্যবহার করলে ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

আরও পড়ুন: বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুলগুলি করবেন না, অন্যথায় অমঙ্গল

হায়দরাবাদ: আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে বঙ্গবাসী মেতে ওঠে ধনদেবী কোজাগরী লক্ষ্মী পুজোয় ৷ বাঙালি হিন্দুর ঘরে ঘরে এই দিন দেবী আরাধনা হয়ে থাকে ৷ ঘরে শ্রী বৃদ্ধি ও ধন-সম্পদ বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় লক্ষ্মী দেবীর ব্রত করে থাকেন প্রত্যেকে ৷ কোজাগরী শব্দটির অর্থ কে জেগে আছে ?

কোজাগরী লক্ষ্মী পু জোর তিথি

এই বছর ক্যালেন্ডার অনুযায়ী কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থাকছে 28 অক্টোবর, শুক্রবার রাত 10.55 মিনিট থেকে রাত 11.46 মিনিট পর্যন্ত ৷ অর্থাৎ মাত্র 50 মিনিট থাকছে পুজোর সময় ৷ তবে পূর্ণিমা তিথি ধরে পুজো করতে চাইলে তার সময় একটু আলাদা ৷ পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28 অক্টোবর ভোর 4.17 মিনিটে ৷ শেষ হচ্ছে 29 অক্টোবর রাত 1.53 মিনিটে ৷

বলা হয়, মা লক্ষ্ণী প্রচন্ড চঞ্চলা ৷ পুজোয় একটু এদিক থেকে ওদিক হলেও দেবী ক্রধিত হন ৷ পরিবারে নেমে আসে অশুভ ছায়া ৷ দিনে দিনে ক্ষয় হতে থাকে ধন সম্পদের ৷ তাই বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো করার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি ৷ বিরত থাকুন ভুলগুলি করা থেকে ৷

মা লক্ষ্মী শান্তিপ্রিয় ৷ যেখানে কোলাহল, ঝগড়া হয় সেই বাড়িতে দেবী অধিষ্ঠান করেন না ৷ তাই তাঁর পুজোতেও কোনও রকম অতিরিক্ত শব্দ করা যায় না ৷ তাই ভুলেও অন্য পুজোর মতো এই পুজোতেই কাঁসর ঘণ্টা বাজাবেন না ৷ কাঁসর বাজালে বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী হন না ৷ তার বদলে অলক্ষী বিরাজ করে বাড়িতে ।

নারায়ণ পুজোয় যেমন তুলসী পাতা অবশ্যই দিতে হয়, তেমনি লক্ষ্মী পুজোয় ভুলেও তুলসী পাতা দিতে নেই ৷ বলা হয়, তুলসী মা লক্ষ্মী সতীন ৷ তাই পুজো করার সময় বেলপাতা, দুর্বা যেমন দেবেন তেমনই তুলসী পাতার ছোঁয়া ভুলেও দেবেন না ৷

মা লক্ষ্মীর পুজোয় নজর দেবেন বাসনপত্রের দিকেও ৷ তাই পিতলের বাসন ব্যবহার করবেন ৷ ভুল করেও লোহার কোনও রকম পাত্র দেবীর পুজোয় ব্যবহার করবেন না ৷ ছোট্ট কোনও লোহার পাত্র-ও পুজোর বেদীতে থাকলে কুপিত হন ধন দেবী৷ তাই পরিবারের মঙ্গল কামনায় লোহার পাত্র বা বাসন ব্যবহার করবেন না ৷

যখন দেবীর পুজো করতে বসছেন, তখন দেখে নেবেন, ধূপ, প্রদীপ বা বাতি যেন আপনার বাঁদিকে না থাকে ৷ তাই এই সবকিছু রাখবেন আপনার ডানদিকে ৷ তবেই তা মা লক্ষ্মীর বামদিকে থাকবে ৷

লক্ষ্মী পুজোয় যেমন তুলসী পাতা ব্যবহার করতে নেই তেমনি ব্যবহার করতে নেই কোনও রকম সাদা ফুল ৷ সধবাদের ক্ষেত্রে যেহেতু সাদা রঙ অশুভ হিসাবে ধরা হয়ে থাকে, তাই সাদা বাদ দিয়ে অনান্য যে কোনও রঙের ফুল দেওয়া যেতে পারে দেবী লক্ষ্মীকে ৷ চাইলে পদ্মের পাশাপাশি গোলাপ, গাঁদা, লাল জবা, ও দুর্গা ঘাস অবশ্যই দিতে পারেন ৷ কিন্তু সাদা ফুল নৈব নৈব চ ৷

যে পিঁড়িতে বা যে স্থানে মা লক্ষ্মীকে বসাবেন সেখানে সাদা কাপড় বা থান পাতবেন না ৷ এমনকী, সাদা পোশাক পরেও পুজোতে বসতে নেই ৷ তাই ভালো হয় দলুদ রঙের কাপড় ব্যবহার করলে ৷

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

আরও পড়ুন: বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুলগুলি করবেন না, অন্যথায় অমঙ্গল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.