ETV Bharat / sukhibhava

Smell From Clothes During Monsoon: বর্ষায় জামাকাপড়ে গন্ধ, এই নিয়ম মেনে চললেই মুশকিল আসান

বর্ষার মরশুমে জামা কাপড় দিয়ে বিশ্রী গন্ধ বেরোয় ৷ সেই জামা পরতেও ভালো লাগে না ৷ তবে এই নিয়ম গুলি মেনে চললে জামাকাপড়ের বিকট গন্ধ থেকে মুক্তি পাওয়া যেতে পারে ৷

Smell From Clothes During Monsoon
বর্ষায় জামাকাপড় থেকে গন্ধ, সমাধানও আছে
author img

By

Published : Jul 27, 2023, 11:05 AM IST

হায়দরাবাদ: বর্ষাকালে জামা-কাপড় শুকানো বিশাল বড় একটা চ্যালেঞ্জ ৷ লাগাতার বৃষ্টির কারণে কাচা জিনিস শুকোতে হয় ফ্যানের হাওয়ায় ৷ যার ফলে এই সময়ে জামাকাপড় থেকে বাজে গন্ধ বেরোতে থাকে ৷ তবে এবার পেতে মুশকিল আসান ৷ ভিজে আবহাওয়াতে বেশ কিছু উপায় মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ৷

ডিটারজেন্টের সঙ্গে মেশান ভিনিগার বা বেকিং সোডা: জামাকাপড় কাচার পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন একটু ভিনিগার বা বেকিং পাউডার ৷ এই গুলি ব্যবহারের ফলে জামাকাপড়ে ফাংগাস জমে না ৷ ফলে গন্ধের হাত থেকে মুক্তি পাওয়া যায় ৷

Smell From Clothes During Monsoon
বর্ষায় জামাকাপড়ে গন্ধ

ফ্যানের হাওয়ায় শোকান : বৃষ্টির দিনে ঘরে ফ্যানের তলায় নিশ্চই কাপড়-জামা শুকোতে দেন ৷ সেক্ষেত্রে অতিরিক্ত একটা বিষয় মাথায় রাখুন, মাঝেমধ্যে ঘরের জানালাটা খুল দেবেন ৷ যাতে বাইরে হাওয়া আসতে পারে ৷ এতে ঘরের মধ্যে তৈরি হওয়া ভ্যাপসা গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে এবং জামাকাপড়ও স্মেলি হবে না ৷

ডিটারজেন্ট পাউডার দেখে বাছুন : এই সময়ের জন্য ডিটারজেন্ট পাউডারে আনুন বদল ৷ লেবু বা গোলাপ গন্ধযুক্ত পাউডার বাজারে পাওয়া যায় ৷ বাড়িতে সেটাই নিয়ে আসুন ৷ ফলে জামা কাপড় কাচলে তার থেকে লেবু বা গোলাপের সুগন্ধী বেরোবে বা বাজে গন্ধ কেটে যাবে ৷ এমনকী, ডিটারজেন্ট পাউডারে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে৷

Smell From Clothes During Monsoon
জামাকাপড় জড়ো করে রাখবেন না

যত্ন নিন শুকনো পোশাকের : নিজের আলমারি বা শুকনো জামাকাপড় যেখানে গুছিয়ে রাখেন সেখানে রাখতে পারেন চক এবং সিলিকন পেপার ৷ এই দুটি জিনিস জামাকাপড় থেকে বাজে গন্ধ অ্যাবজর্ব করতে সক্ষম ৷

Smell From Clothes During Monsoon
গুছিয়ে শুকোতে দিন

কৃত্তিম গন্ধযুক্ত লিক্যুইড : বাজারে বেশ কৃত্তিম গন্ধযুক্ত অনেক প্রোডাক্ট রয়েছে যা জামা-কাপড় কাচার পর সেই জলে ধুয়ে নিলে ফ্রেশ গন্ধ ছাড়ে ৷ ব্যবহার করতে পারেন সেই সব জিনিসও ৷ তার সঙ্গে বদলাতে হবে অভ্যাস ৷ অর্থাৎ অনেকেই জামাকাপড় একসঙ্গে কাচার জন্য জড়ো করে রাখেন ৷ সেটা ওয়াশিং মেশিনে হোক বা লন্ড্রি ব্যাগে , সেটা করা চলবে না ৷ কারণ এতেও কিন্তু জামাকাপড় গন্ধযুক্ত হয় এবং কাচার পরেও যেতে চায় না ৷ একসঙ্গে না কেচে চেষ্টা করুন প্রতিদিন ব্যবহার করা পোশাক কেচে নেওয়ার ৷

আরও পড়ুন: রূপচর্চায় এক প্যাকেই সবকিছু ! ত্বকে ম্যাজিকের মতো কাজ করে ঘরোয়া এই প্যাক

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: বর্ষাকালে জামা-কাপড় শুকানো বিশাল বড় একটা চ্যালেঞ্জ ৷ লাগাতার বৃষ্টির কারণে কাচা জিনিস শুকোতে হয় ফ্যানের হাওয়ায় ৷ যার ফলে এই সময়ে জামাকাপড় থেকে বাজে গন্ধ বেরোতে থাকে ৷ তবে এবার পেতে মুশকিল আসান ৷ ভিজে আবহাওয়াতে বেশ কিছু উপায় মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ৷

ডিটারজেন্টের সঙ্গে মেশান ভিনিগার বা বেকিং সোডা: জামাকাপড় কাচার পাউডারের সঙ্গে মিশিয়ে নিতে পারেন একটু ভিনিগার বা বেকিং পাউডার ৷ এই গুলি ব্যবহারের ফলে জামাকাপড়ে ফাংগাস জমে না ৷ ফলে গন্ধের হাত থেকে মুক্তি পাওয়া যায় ৷

Smell From Clothes During Monsoon
বর্ষায় জামাকাপড়ে গন্ধ

ফ্যানের হাওয়ায় শোকান : বৃষ্টির দিনে ঘরে ফ্যানের তলায় নিশ্চই কাপড়-জামা শুকোতে দেন ৷ সেক্ষেত্রে অতিরিক্ত একটা বিষয় মাথায় রাখুন, মাঝেমধ্যে ঘরের জানালাটা খুল দেবেন ৷ যাতে বাইরে হাওয়া আসতে পারে ৷ এতে ঘরের মধ্যে তৈরি হওয়া ভ্যাপসা গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে এবং জামাকাপড়ও স্মেলি হবে না ৷

ডিটারজেন্ট পাউডার দেখে বাছুন : এই সময়ের জন্য ডিটারজেন্ট পাউডারে আনুন বদল ৷ লেবু বা গোলাপ গন্ধযুক্ত পাউডার বাজারে পাওয়া যায় ৷ বাড়িতে সেটাই নিয়ে আসুন ৷ ফলে জামা কাপড় কাচলে তার থেকে লেবু বা গোলাপের সুগন্ধী বেরোবে বা বাজে গন্ধ কেটে যাবে ৷ এমনকী, ডিটারজেন্ট পাউডারে লেবুর রসও ব্যবহার করা যেতে পারে৷

Smell From Clothes During Monsoon
জামাকাপড় জড়ো করে রাখবেন না

যত্ন নিন শুকনো পোশাকের : নিজের আলমারি বা শুকনো জামাকাপড় যেখানে গুছিয়ে রাখেন সেখানে রাখতে পারেন চক এবং সিলিকন পেপার ৷ এই দুটি জিনিস জামাকাপড় থেকে বাজে গন্ধ অ্যাবজর্ব করতে সক্ষম ৷

Smell From Clothes During Monsoon
গুছিয়ে শুকোতে দিন

কৃত্তিম গন্ধযুক্ত লিক্যুইড : বাজারে বেশ কৃত্তিম গন্ধযুক্ত অনেক প্রোডাক্ট রয়েছে যা জামা-কাপড় কাচার পর সেই জলে ধুয়ে নিলে ফ্রেশ গন্ধ ছাড়ে ৷ ব্যবহার করতে পারেন সেই সব জিনিসও ৷ তার সঙ্গে বদলাতে হবে অভ্যাস ৷ অর্থাৎ অনেকেই জামাকাপড় একসঙ্গে কাচার জন্য জড়ো করে রাখেন ৷ সেটা ওয়াশিং মেশিনে হোক বা লন্ড্রি ব্যাগে , সেটা করা চলবে না ৷ কারণ এতেও কিন্তু জামাকাপড় গন্ধযুক্ত হয় এবং কাচার পরেও যেতে চায় না ৷ একসঙ্গে না কেচে চেষ্টা করুন প্রতিদিন ব্যবহার করা পোশাক কেচে নেওয়ার ৷

আরও পড়ুন: রূপচর্চায় এক প্যাকেই সবকিছু ! ত্বকে ম্যাজিকের মতো কাজ করে ঘরোয়া এই প্যাক

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.