হায়দরাবাদ: রাতে ঘুমতে যাওয়ার আগে অনেকেই রূপচর্চা করে থাকেন ৷ বিশেষ করে শুতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নাইট ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন অনেকেই (Skin Care Tips) ৷ এর জন্য দেদার অর্থও খরচ হয়ে যায় । তবে আপনি পয়সা খরচ না করেও ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলতে পারেন নাইট ক্রিম (Home Made Night Cream)৷ এটি আপনার ত্বকের জন্য উপকারী ৷ কিন্তু মাত্র দু'টি উপকরণ দিয়ে আপনি চটজলদি বানিয়ে ফেলতে পারেন অসাধারণ ক্রিম ।এই নাইট ক্রিম আপনার ত্বক সুন্দর করতে সাহায্য করবে । ত্বকের উপরে থাকা কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করবে । দেখে নিন কীভাবে বানাবেন নাইট ক্রিম (Simple Tricks for Making Home Made Night Cream) ?
ক্রিম তৈরি করতে প্রথম যে উপকরণটির প্রয়োজন তা হল অ্যালোভেরা জেল । অ্যালোভেরা অনেকেরই সহ্য হয় না, সেক্ষেত্রে তিসির বীজ ব্যবহার করতে পারেন । তিসি বীজের তেল সহজে বাড়িতে বানানো যায় । জলের মধ্যে তিসির বীজ ফুটিয়ে গরম গরম অবস্থায় ছেঁকে নিলেই সুন্দর থকথকে জেল পাওয়া যায় ।সেটাই ব্যবহার করতে পারেন ।
আরও পড়ুন: আপনার কি তৈলাক্ত চুল ? দেখে নিন মুক্তির উপায়
এটি প্রতিদিন নিয়ম করে মুখে লাগিয়ে শুয়ে পড়ুন । পরপর সাত দিন করার পর বুঝতে পারবেন আপনার ত্বকের পরিবর্তন হয়েছে অনেকটাই । বার্ধক্যজনিত সমস্যার হাত থেকে বাঁচতেও সাহায্য করে অ্যালোভেরা জেল । ত্বকের জেল্লা বাড়াতেও কার্যকরী এই ক্রিম ।