হায়দরাবাদ: করোনা গত তিন বছরে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন । আজও লক্ষ লক্ষ মানুষ এই রোগের সঙ্গে লড়াই করছে । অনেকের পুনরুদ্ধার সত্ত্বেও উপসর্গ রয়েছে । এই ধরনের অবস্থাকে ক্রনিক কোভিড বলা হয় (Long Covid)। যেসব মহিলার ওজন বেশি তাদের পুরুষদের তুলনায় দীর্ঘস্থায়ী কোভিডের ঝুঁকি বেশি । ব্রিটেনের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়ার গবেষকদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে স্থূল নারীদের দীর্ঘ সময় ধরে কোভিড-19 এ ভোগার ঝুঁকি বেশি থাকে ।
তারা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে 1,487 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং এই সিদ্ধান্তে উপনীত হয় যে পুরুষদের তুলনায় মহিলারা গুরুতর কোভিড উপসর্গের সঙ্গে বেশি থাকে ৷
আরও পড়ুন: স্লিপ অ্যাপনিয়া স্লিপিং ডিসঅর্ডারে ভুগছেন, জানেন মুক্তি পাবেন কোন পথে ?
সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, কাশি, মাথাব্যথা । অন্যান্য উপসর্গের মধ্যে থাকতে পারে বুকে ব্যথা বা আঁটসাঁট, মস্তিষ্কের কুয়াশা, অনিদ্রা, মাথা ঘোরা, জয়েন্টে ব্যথা, বিষণ্নতা এবং উদ্বেগ, টিনিটাস, ক্ষুধা হ্রাস, মাথাব্যথা এবং গন্ধ বা স্বাদে পরিবর্তন ।'