ETV Bharat / sukhibhava

উচ্চ রক্তচাপের সঙ্গে যোগসূত্র থাকতে পারে মাড়ির সংক্রমণের - উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপের সমস্যা সাধারণত উপসর্গ বিহীন । আর আক্রান্তরা অনেকেই এই সম্পর্কে অবহিত নন যে তাদের কার্ডিও ভাস্কুলার জটিলতার বর্ধিত ঝুঁকি রয়েছে । আমাদের লক্ষ্য ছিল, সুস্বাস্থ্যের অধিকারী প্রাপ্তবয়স্কদের (যাদের হাইপারটেনসনের নিশ্চিত নির্ধারণ হয়নি) ক্ষেত্রে পেরিডনটিটিস-এর গুরুতর অবস্থা এবং উচ্চ রক্তচাপের মধ্যে ঠিক কী যোগসূত্র রয়েছে তা তদন্ত করে বের করা ৷ পেরিডনটিটিস হল মাড়ির কোষের (যা দাঁতগুলিকে সঠিক স্থানে রাখে) এক ধরনের সংক্রমণ, যার থেকে পরবর্তীকালে প্রদাহ হতে পারে, এমনকী হাড় বা দাঁত ভেঙেও পড়তে পারে ।

উচ্চ রক্তচাপের সঙ্গে যোগসূত্র থাকতে পারে মাড়ির সংক্রমণের
উচ্চ রক্তচাপের সঙ্গে যোগসূত্র থাকতে পারে মাড়ির সংক্রমণের
author img

By

Published : Mar 31, 2021, 7:07 PM IST

স্বাস্থ্যকর মাড়ি রয়েছে যাদের, তাদের তুলনায় যে সব প্রাপ্তবয়স্ক পেরিওডনটিটিস-এ (এক ধরনের গুরুতর মাড়ির সংক্রমণ) আক্রান্ত, তাদের উচ্চ রক্তচাপের সমস্যা (বিপি) দেখা দিতে পারে । একটি নতুন সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে ।

এই ফলাফল ‘হাইপারটেনসন’ নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মাড়ির রোগের সমস্যা নির্ধারণ, হাইপারটেনসনের বহু ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে আর তা সাধারণ কার্ডিওভাস্কুলার ঝুঁকি নির্বিশেষেই হতে পারে ।

ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের তরফে এই গবেষণার মুখ্য লেখিকা, ইভা মুআওজ অ্যাগুইলেরা জানিয়েছেন, “যে সব রোগীদের মাড়ির রোগ থাকে, প্রায়ই তাদের উচ্চ রক্তচাপও দেখা যায় । বিশেষ করে যখন অ্যাকটিভ জিঞ্জিভাল ইনফ্ল্যামেশন ঘটে বা মাড়ি থেকে রক্ত পড়ে, তখন এটা বেশি করে দেখা যায় ।”

অ্যাগুইলেরা আরও জানিয়েছেন, “উচ্চ রক্তচাপের সমস্যা সাধারণত উপসর্গ বিহীন । আর আক্রান্তরা অনেকেই এই সম্পর্কে অবহিত নন যে তাদের কার্ডিও ভাস্কুলার জটিলতার বর্ধিত ঝুঁকি রয়েছে । আমাদের লক্ষ্য ছিল, সুস্বাস্থ্যের অধিকারী প্রাপ্তবয়স্কদের (যাদের হাইপারটেনসনের নিশ্চিত নির্ধারণ হয়নি) ক্ষেত্রে পেরিডনটিটিস-এর গুরুতর অবস্থা এবং উচ্চ রক্তচাপের মধ্যে ঠিক কী যোগসূত্র রয়েছে তা তদন্ত করে বের করা ।” পেরিডনটিটিস হল মাড়ির কোষের (যা দাঁতগুলিকে সঠিক স্থানে রাখে) এক ধরনের সংক্রমণ, যার থেকে পরবর্তীকালে প্রদাহ হতে পারে, এমনকী হাড় বা দাঁত ভেঙেও পড়তে পারে ।

এই সমীক্ষার জন্য গবেষকদের দলটি 250 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বেছেছিলেন, যাঁদের সাধারণভাবে, পেরিডনটিটিসের অত্যন্ত গুরুতর অবস্থা দেখা গিয়েছিল । এর সঙ্গেই ছিল 250 জন প্রাপ্তবয়স্কের একটি ‘কন্ট্রোল’ গ্রুপ ৷ যাদের মাড়ির কোনও গুরুতর সমস্যা ছিল না, মোটামুটিভাবে এরা প্রত্যেকেই ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী এবং কারও কোনও ‘ক্রনিক’ স্বাস্থ্যসংকট ছিল না ।

অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল 35 বছর আর 53.6 শতাংশই ছিলেন মহিলা । সমস্ত অংশগ্রহণকারীদের সার্বিক পিরিওডন্টাল পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল যার মধ্যে ছিল গুরুতর মাড়ির রোগের সমস্যা যেমন ফুল মাউথ ডেন্টাল প্লাক, মাড়ি থেকে রক্তক্ষরণ এবং আক্রান্ত গাম পকেটগুলির গভীরতা–প্রভৃতির বিশদ পর্যবেক্ষণ ।

আরও পড়ুন : দাঁতকে উপেক্ষা করবেন না: বরং তা নিয়ে গর্বিত হোন

যথার্থতা বজায় রাখতে প্রতি অংশগ্রহণকারীর ক্ষেত্রে তিন বার করে রক্তচাপ মাপা হয়েছিল । স্বাস্থ্যকর মাড়ি যাদের আছে, তাদের তুলনায় যারা মাড়ির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে উচ্চ সিস্টোলিক রক্তচাপ থাকার সম্ভাবনা দু’গুণ বেশি । গবেষকরাই এই তথ্য জানিয়েছেন ।

অ্যাক্টিভ গাম ইনফ্ল্যামেশন (যার প্রধান উপসর্গ হল মাড়ি থেকে রক্ত পড়া) থাকলেও উচ্চ সিস্টোলিক ব্লাড প্রেশার থাকতে পারে বলেই মত তাদের । পেরিডনটিটিস-এ আক্রান্তদের ক্ষেত্রে বর্ধিত গ্লুকোজের মাত্রা, এলডিএল (বাজে কোলেস্টরল) এবং শ্বেতকণিকার মাত্রা, এবং কম এইচডিএল (ভাল কোলেস্টরল) দেখা গিয়েছে কন্ট্রোল গ্রুপের আওতাধীন সদস্যদের তুলনায় ।

স্বাস্থ্যকর মাড়ি রয়েছে যাদের, তাদের তুলনায় যে সব প্রাপ্তবয়স্ক পেরিওডনটিটিস-এ (এক ধরনের গুরুতর মাড়ির সংক্রমণ) আক্রান্ত, তাদের উচ্চ রক্তচাপের সমস্যা (বিপি) দেখা দিতে পারে । একটি নতুন সমীক্ষায় এমনটাই জানা গিয়েছে ।

এই ফলাফল ‘হাইপারটেনসন’ নামের একটি জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মাড়ির রোগের সমস্যা নির্ধারণ, হাইপারটেনসনের বহু ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে আর তা সাধারণ কার্ডিওভাস্কুলার ঝুঁকি নির্বিশেষেই হতে পারে ।

ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের তরফে এই গবেষণার মুখ্য লেখিকা, ইভা মুআওজ অ্যাগুইলেরা জানিয়েছেন, “যে সব রোগীদের মাড়ির রোগ থাকে, প্রায়ই তাদের উচ্চ রক্তচাপও দেখা যায় । বিশেষ করে যখন অ্যাকটিভ জিঞ্জিভাল ইনফ্ল্যামেশন ঘটে বা মাড়ি থেকে রক্ত পড়ে, তখন এটা বেশি করে দেখা যায় ।”

অ্যাগুইলেরা আরও জানিয়েছেন, “উচ্চ রক্তচাপের সমস্যা সাধারণত উপসর্গ বিহীন । আর আক্রান্তরা অনেকেই এই সম্পর্কে অবহিত নন যে তাদের কার্ডিও ভাস্কুলার জটিলতার বর্ধিত ঝুঁকি রয়েছে । আমাদের লক্ষ্য ছিল, সুস্বাস্থ্যের অধিকারী প্রাপ্তবয়স্কদের (যাদের হাইপারটেনসনের নিশ্চিত নির্ধারণ হয়নি) ক্ষেত্রে পেরিডনটিটিস-এর গুরুতর অবস্থা এবং উচ্চ রক্তচাপের মধ্যে ঠিক কী যোগসূত্র রয়েছে তা তদন্ত করে বের করা ।” পেরিডনটিটিস হল মাড়ির কোষের (যা দাঁতগুলিকে সঠিক স্থানে রাখে) এক ধরনের সংক্রমণ, যার থেকে পরবর্তীকালে প্রদাহ হতে পারে, এমনকী হাড় বা দাঁত ভেঙেও পড়তে পারে ।

এই সমীক্ষার জন্য গবেষকদের দলটি 250 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বেছেছিলেন, যাঁদের সাধারণভাবে, পেরিডনটিটিসের অত্যন্ত গুরুতর অবস্থা দেখা গিয়েছিল । এর সঙ্গেই ছিল 250 জন প্রাপ্তবয়স্কের একটি ‘কন্ট্রোল’ গ্রুপ ৷ যাদের মাড়ির কোনও গুরুতর সমস্যা ছিল না, মোটামুটিভাবে এরা প্রত্যেকেই ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী এবং কারও কোনও ‘ক্রনিক’ স্বাস্থ্যসংকট ছিল না ।

অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল 35 বছর আর 53.6 শতাংশই ছিলেন মহিলা । সমস্ত অংশগ্রহণকারীদের সার্বিক পিরিওডন্টাল পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল যার মধ্যে ছিল গুরুতর মাড়ির রোগের সমস্যা যেমন ফুল মাউথ ডেন্টাল প্লাক, মাড়ি থেকে রক্তক্ষরণ এবং আক্রান্ত গাম পকেটগুলির গভীরতা–প্রভৃতির বিশদ পর্যবেক্ষণ ।

আরও পড়ুন : দাঁতকে উপেক্ষা করবেন না: বরং তা নিয়ে গর্বিত হোন

যথার্থতা বজায় রাখতে প্রতি অংশগ্রহণকারীর ক্ষেত্রে তিন বার করে রক্তচাপ মাপা হয়েছিল । স্বাস্থ্যকর মাড়ি যাদের আছে, তাদের তুলনায় যারা মাড়ির সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে উচ্চ সিস্টোলিক রক্তচাপ থাকার সম্ভাবনা দু’গুণ বেশি । গবেষকরাই এই তথ্য জানিয়েছেন ।

অ্যাক্টিভ গাম ইনফ্ল্যামেশন (যার প্রধান উপসর্গ হল মাড়ি থেকে রক্ত পড়া) থাকলেও উচ্চ সিস্টোলিক ব্লাড প্রেশার থাকতে পারে বলেই মত তাদের । পেরিডনটিটিস-এ আক্রান্তদের ক্ষেত্রে বর্ধিত গ্লুকোজের মাত্রা, এলডিএল (বাজে কোলেস্টরল) এবং শ্বেতকণিকার মাত্রা, এবং কম এইচডিএল (ভাল কোলেস্টরল) দেখা গিয়েছে কন্ট্রোল গ্রুপের আওতাধীন সদস্যদের তুলনায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.