ETV Bharat / sukhibhava

Long COVID Among Kids : করোনা আক্রান্ত চারজন বাচ্চার একজন আক্রান্ত হচ্ছে লং কোভিডে : গবেষণা

author img

By

Published : Mar 17, 2022, 5:16 PM IST

প্রতি চারজন করোনা আক্রান্ত বাচ্চা এবং কিশোরদের একজন আক্রান্ত হচ্ছে লং কোভিডে ৷ এমনটাই বলছে সাম্প্রতিক গবেষণা (25 Percent of Infected Kids are Suffering Long COVID Symptoms) ৷

Long COVID Among Kids
করোনা আক্রান্ত চারজন বাচ্চার একজন আক্রান্ত হচ্ছে লং কোভিডে : গবেষণা

হায়দরাবাদ : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং সুইডেনের গবেষকদের করা একটি গবেষণায় দেখা গিয়েছে, শিশু কিশোরদের মধ্যে প্রায় 25.24 শতাংশই দীর্ঘ কোভিড বা লং কোভিডের শিকার হয়েছে (25 Percent of Infected Kids are Suffering Long COVID Symptoms) ৷ অর্থাৎ করোনা আক্রান্ত চারজন শিশু বা কিশোরদের মধ্যে একজনকে দীর্ঘ কোভিডের কবলে পড়তে হয়েছে ৷ গবেষকরা তাদের মধ্যে 40টিরও বেশি দীর্ঘ কোভিডের লক্ষণ খুঁজে পেয়েছেন ৷

এই শিশু কিশোরদের মধ্যে যে পাঁচটি সবচেয়ে বেশি ধরা পড়েছে সেগুলি হল- মুড সিম্পটমস (16.50 শতাংশ), ক্লান্তি (9.66 শতাংশ), ঘুমের ব্যাধি (8.42 শতাংশ), মাথাব্যথা (7.84 শতাংশ), এবং শ্বাস সংক্রান্ত লক্ষণ (7.62 শতাংশ) । যদিও এই ধরণের বেশিরভাগ সমস্যাই সময়ের সঙ্গে সঙ্গে কেটে যায় ৷ তবে বিশেষজ্ঞদের কিছু কিছু সমস্যা দীর্ঘ একবছর অবধি স্থায়ী হতে পারে ৷

লং কোভিড একটি মাল্টি সিস্টেমিক সমস্যা, এর কোনও সঠিক সংজ্ঞা নেই ৷ সাধারণত কোভিডের লক্ষণগুলি যখন দীর্ঘস্থায়ী হয় তখন তা দীর্ঘ কোভিডের অন্তর্ভুক্ত হয় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন মেথডিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নিউরোসার্জারি বিভাগের প্রতিনিধি তথা এই গবেষণার অন্যতম লেখক সোনিয়া ভিলাপোল জানান, দীর্ঘ কোভিডের লক্ষণগুলি খুঁজে বের করা কিংবা পরিচালনার জন্য এখনও নির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই ৷ অথচ জনস্বাস্থ্যের জন্য এটি বড় উদ্বেগের বিষয় ৷

তিনি বলেন, ‘‘পেডিয়াট্রিক লং কোভিডের লক্ষণগুলি খুঁজে বের করা যে শুধু চিকিৎসার বিকাশে সাহায্য করবে তাই নয়, এটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্টে সিস্টেম, রিহ্যাবিলেটশন প্রোগ্রাম, নির্দেশিকা এবং থেরাপিউটিক গবেষণার ক্ষেত্রেও সহায়তা করবে ৷

আরও পড়ুন: আলো জ্বেলে ঘুমোন ? হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বাড়ছে

মোট 21টি গবেষণাপত্রের বিশ্লেষণ এবং প্রায় 80071 জন শিশু এবং কিশোরের কোভিডের তথ্য বিশ্লেষণ করে তাঁরা দেখেছেন সার্স-কোভ-2 ভাইরাসে সংক্রমিত শিশুদের ক্রমাগত শ্বাসকষ্ট, অ্যানোসমিয়া/অ্যাজুসিয়া (গন্ধ এবং স্বাদ না থাকা) এবং জ্বরের ঝুঁকি বেশি ছিল । তাই গবেষকরা জানান, শিশুদের মধ্য়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং শিশুদের ওপর দীর্ঘ কোভিডের ঠিক কী প্রভাব পড়ছে তা নিরীক্ষণ করা প্রয়োজন ৷

হায়দরাবাদ : সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং সুইডেনের গবেষকদের করা একটি গবেষণায় দেখা গিয়েছে, শিশু কিশোরদের মধ্যে প্রায় 25.24 শতাংশই দীর্ঘ কোভিড বা লং কোভিডের শিকার হয়েছে (25 Percent of Infected Kids are Suffering Long COVID Symptoms) ৷ অর্থাৎ করোনা আক্রান্ত চারজন শিশু বা কিশোরদের মধ্যে একজনকে দীর্ঘ কোভিডের কবলে পড়তে হয়েছে ৷ গবেষকরা তাদের মধ্যে 40টিরও বেশি দীর্ঘ কোভিডের লক্ষণ খুঁজে পেয়েছেন ৷

এই শিশু কিশোরদের মধ্যে যে পাঁচটি সবচেয়ে বেশি ধরা পড়েছে সেগুলি হল- মুড সিম্পটমস (16.50 শতাংশ), ক্লান্তি (9.66 শতাংশ), ঘুমের ব্যাধি (8.42 শতাংশ), মাথাব্যথা (7.84 শতাংশ), এবং শ্বাস সংক্রান্ত লক্ষণ (7.62 শতাংশ) । যদিও এই ধরণের বেশিরভাগ সমস্যাই সময়ের সঙ্গে সঙ্গে কেটে যায় ৷ তবে বিশেষজ্ঞদের কিছু কিছু সমস্যা দীর্ঘ একবছর অবধি স্থায়ী হতে পারে ৷

লং কোভিড একটি মাল্টি সিস্টেমিক সমস্যা, এর কোনও সঠিক সংজ্ঞা নেই ৷ সাধারণত কোভিডের লক্ষণগুলি যখন দীর্ঘস্থায়ী হয় তখন তা দীর্ঘ কোভিডের অন্তর্ভুক্ত হয় ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন মেথডিস্ট রিসার্চ ইনস্টিটিউটের নিউরোসার্জারি বিভাগের প্রতিনিধি তথা এই গবেষণার অন্যতম লেখক সোনিয়া ভিলাপোল জানান, দীর্ঘ কোভিডের লক্ষণগুলি খুঁজে বের করা কিংবা পরিচালনার জন্য এখনও নির্দিষ্ট কোনও নির্দেশিকা নেই ৷ অথচ জনস্বাস্থ্যের জন্য এটি বড় উদ্বেগের বিষয় ৷

তিনি বলেন, ‘‘পেডিয়াট্রিক লং কোভিডের লক্ষণগুলি খুঁজে বের করা যে শুধু চিকিৎসার বিকাশে সাহায্য করবে তাই নয়, এটি ক্লিনিক্যাল ম্যানেজমেন্টে সিস্টেম, রিহ্যাবিলেটশন প্রোগ্রাম, নির্দেশিকা এবং থেরাপিউটিক গবেষণার ক্ষেত্রেও সহায়তা করবে ৷

আরও পড়ুন: আলো জ্বেলে ঘুমোন ? হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বাড়ছে

মোট 21টি গবেষণাপত্রের বিশ্লেষণ এবং প্রায় 80071 জন শিশু এবং কিশোরের কোভিডের তথ্য বিশ্লেষণ করে তাঁরা দেখেছেন সার্স-কোভ-2 ভাইরাসে সংক্রমিত শিশুদের ক্রমাগত শ্বাসকষ্ট, অ্যানোসমিয়া/অ্যাজুসিয়া (গন্ধ এবং স্বাদ না থাকা) এবং জ্বরের ঝুঁকি বেশি ছিল । তাই গবেষকরা জানান, শিশুদের মধ্য়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া প্রয়োজন এবং শিশুদের ওপর দীর্ঘ কোভিডের ঠিক কী প্রভাব পড়ছে তা নিরীক্ষণ করা প্রয়োজন ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.