ETV Bharat / state

নিম্নচাপের ভ্রুকুটি, রবিবার থেকে রাজ্যে ফের বৃষ্টি ? - IMD WEATHER UPDATE IN BENGAL - IMD WEATHER UPDATE IN BENGAL

IMD Weather Report in West Bengal: উত্তর আন্দামান সাগর এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে তৈরি হওয়ায় চ ঘূর্ণাবর্তটি আজ ঘনীভূত হতে চলেছে ৷ যেটি সোমবার উত্তর-পশ্চিম এবং তৎপ্বার্শবর্তী মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি করবে। ফলে ফের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কেমন থাকবে পুজোর দিনগুলির আবহাওয়া ?

IMD Weather Report in West Bengal:
ফের নিম্নচাপের ভ্রুকুটি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 7:24 AM IST

Updated : Sep 21, 2024, 9:15 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ পুজোর মধ্যে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা ৷ বর্ষার বেলা শেষে বাঙালির শ্রেষ্ট উৎসবে কাঁটা হতে পারে বৃষ্টি ৷

আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ইতিমধ্যে উত্তর আন্দামান সাগর এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের বাতাসের উপরিভাগে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এই ঘূর্ণাবর্তটি আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর ঘনীভূত হতে চলেছে ৷ যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এর প্রভাবে 23 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে উত্তর-পশ্চিম এবং তৎপ্বার্শবর্তী মধ্য বঙ্গোপসাগরে। ফলে ফের বৃষ্টির ভ্রুকুটি গাঙ্গেয় বঙ্গে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যা জয়সলমের শিবপুরি সিদ্ধি জামশেদপুর এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ রাজস্থানে রয়েছে একটি ঘুনাবর্ত ৷ ফলে বৃষ্টি পরিস্থিতি ফের দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। গত দু'দিনের মত আজও দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷

আগামিকাল এবং পরশু অর্থাৎ রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওড়িশা সংলগ্ন এবং গাঙ্গেয় বঙ্গের উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শরতের নীল আকাশে সাদা মেঘের সারি। তবে নিম্নচাপ ঘনীভূত হতে চলার কারণে ফের আকাশে কালো মেঘ ভেসে বেড়াবে ৷ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ মূলত পরিষ্কার আকাশ ও রোদ ঝলমলে পরিবেশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ৷ তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে।

রবিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ৷ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ৷ বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই ৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 71 শতাংশ।

কলকাতা, 21 সেপ্টেম্বর: অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায়। অর্থাৎ পুজোর মধ্যে বঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা ৷ বর্ষার বেলা শেষে বাঙালির শ্রেষ্ট উৎসবে কাঁটা হতে পারে বৃষ্টি ৷

আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ইতিমধ্যে উত্তর আন্দামান সাগর এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের বাতাসের উপরিভাগে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এই ঘূর্ণাবর্তটি আজ অর্থাৎ 21 সেপ্টেম্বর ঘনীভূত হতে চলেছে ৷ যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ এর প্রভাবে 23 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে উত্তর-পশ্চিম এবং তৎপ্বার্শবর্তী মধ্য বঙ্গোপসাগরে। ফলে ফের বৃষ্টির ভ্রুকুটি গাঙ্গেয় বঙ্গে।

সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যা জয়সলমের শিবপুরি সিদ্ধি জামশেদপুর এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ রাজস্থানে রয়েছে একটি ঘুনাবর্ত ৷ ফলে বৃষ্টি পরিস্থিতি ফের দেখা যাচ্ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। গত দু'দিনের মত আজও দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷

আগামিকাল এবং পরশু অর্থাৎ রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ওড়িশা সংলগ্ন এবং গাঙ্গেয় বঙ্গের উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।

শরতের নীল আকাশে সাদা মেঘের সারি। তবে নিম্নচাপ ঘনীভূত হতে চলার কারণে ফের আকাশে কালো মেঘ ভেসে বেড়াবে ৷ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ মূলত পরিষ্কার আকাশ ও রোদ ঝলমলে পরিবেশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ৷ তবে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে।

রবিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ৷ পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে ৷ বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই ৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ এবং সর্বনিম্ন 71 শতাংশ।

Last Updated : Sep 21, 2024, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.