ETV Bharat / state

প্রতি জেলায় শপিংমলের জন্য জমি দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 53 minutes ago

Mamata Banerjee at shopping festival: জেলায় জেলায় শপিংমল গড়তে জমি দেবে রাজ্য সরকার ৷ শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলিকে তাদের পুজো মণ্ডপে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একটি স্টল দেওয়ার জন্যও আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee at shopping festival
শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর (ইটিভি ভারত)

কলকাতা, 21 সেপ্টেম্বর: বাংলার বিপনীকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে 'শপিং ফেস্টিভ্যাল'-এর উদ্বোধনে অডিয়ো বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের কাছে জেলায় জেলায় শপিং মল তৈরির জন্য আহ্বানও জানিয়েছেন ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং বাংলার তাঁতিরা আরও বেশি করে যাতে সুযোগ পায়, তাই 23টা জেলার হেডকোয়ার্টারে এক একর করে জমি দিচ্ছে রাজ্য সরকার। বেসরকারি উদ্যোক্তারা এই জমিতে বিগবাজারের মতো শপিং মল তৈরি করতে পারেন। যাতে একই ছাদের তলায় যেমন সিনেমা হল থাকবে, থাকবে কেনাকাটার জন্য বিপণীও ৷ তবে যারা এই সুযোগ নিতে চান তাদের দু'টি ফ্লোর সরকারকে দিতে হবে।"

শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রীর দাবি, এই দু'টি ফ্লোরে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে তারা সেখানে বিক্রি করার সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী বলেন, "এরা ভালো গুণগতমানের জিনিসপত্র তৈরি করলেও এদের মার্কেটিং সেই মতো হয় না। সে ক্ষেত্রে শপিংমল, সিনেমা হল, কমিউনিটি সেন্টারের মতো এক ছাতার তলায় হলে বহু মানুষ সেখানে আসবে। তারাও এই স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি জিনিসপত্র দেখতে পারবে।" এদিন একইসঙ্গে কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলিকে তাদের পুজো মণ্ডপে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একটি স্টল দেওয়ার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন এই শপিং ফেস্টিভ্যালের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাড়ির আরও চারটি শো-রুমের উদ্বোধন করেন। এতদিন পর্যন্ত বাংলার শাড়ির শো-রুম ছিল তিনটি। এর ফলে তা বেড়ে হল সাতটি। এদিন শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বিশ্বের বিভিন্ন দেশের মত দুর্গাপুজোকে সামনে রেখেই বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন শাড়ি ইলেক্ট্রনিক্স জিনিস হাতের কাজ এবং চর্মজাত জিনিসের বিক্রির জন্যই এই শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। মিলন মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যাল চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত ৷

কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই ধরনের শপিং ফেস্টিভ্যাল রাজ্যে প্রথম। বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হল, রাজ্যের বিভিন্ন জিনিসপত্রকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া। এই শপিং ফেস্টিভ্যালে মোট 430টি স্টল রয়েছে। এখানে যেমন উচ্চমানের বস্ত্র সামগ্রী রয়েছে, একইভাবে থাকছে ইলেকট্রনিক্স থেকে শুরু করে অটোমোবাইল এবং চামড়াজাত পণ্যের বিশাল সম্ভার। এখানে রাজ্যের 28টি জিআই তকমা প্রাপ্ত শিল্প সম্ভারগুলির মাধ্যমে বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

কলকাতা, 21 সেপ্টেম্বর: বাংলার বিপনীকে গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে 'শপিং ফেস্টিভ্যাল'-এর উদ্বোধনে অডিয়ো বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের কাছে জেলায় জেলায় শপিং মল তৈরির জন্য আহ্বানও জানিয়েছেন ৷

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এবং বাংলার তাঁতিরা আরও বেশি করে যাতে সুযোগ পায়, তাই 23টা জেলার হেডকোয়ার্টারে এক একর করে জমি দিচ্ছে রাজ্য সরকার। বেসরকারি উদ্যোক্তারা এই জমিতে বিগবাজারের মতো শপিং মল তৈরি করতে পারেন। যাতে একই ছাদের তলায় যেমন সিনেমা হল থাকবে, থাকবে কেনাকাটার জন্য বিপণীও ৷ তবে যারা এই সুযোগ নিতে চান তাদের দু'টি ফ্লোর সরকারকে দিতে হবে।"

শপিং ফেস্টিভ্যালের উদ্বোধন মুখ্যমন্ত্রীর (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রীর দাবি, এই দু'টি ফ্লোরে সেলফ হেল্প গ্রুপের ছেলেমেয়েরা যারা বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করে তারা সেখানে বিক্রি করার সুযোগ পাবে। মুখ্যমন্ত্রী বলেন, "এরা ভালো গুণগতমানের জিনিসপত্র তৈরি করলেও এদের মার্কেটিং সেই মতো হয় না। সে ক্ষেত্রে শপিংমল, সিনেমা হল, কমিউনিটি সেন্টারের মতো এক ছাতার তলায় হলে বহু মানুষ সেখানে আসবে। তারাও এই স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি জিনিসপত্র দেখতে পারবে।" এদিন একইসঙ্গে কলকাতার বিভিন্ন পুজো কমিটিগুলিকে তাদের পুজো মণ্ডপে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে একটি স্টল দেওয়ার জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন এই শপিং ফেস্টিভ্যালের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শাড়ির আরও চারটি শো-রুমের উদ্বোধন করেন। এতদিন পর্যন্ত বাংলার শাড়ির শো-রুম ছিল তিনটি। এর ফলে তা বেড়ে হল সাতটি। এদিন শপিং ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র, ছিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। বিশ্বের বিভিন্ন দেশের মত দুর্গাপুজোকে সামনে রেখেই বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন শাড়ি ইলেক্ট্রনিক্স জিনিস হাতের কাজ এবং চর্মজাত জিনিসের বিক্রির জন্যই এই শপিং ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। মিলন মেলা প্রাঙ্গণে এই ফেস্টিভ্যাল চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত ৷

কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই ধরনের শপিং ফেস্টিভ্যাল রাজ্যে প্রথম। বেঙ্গল শপিং ফেস্টিভ্যালের মূল লক্ষ্য হল, রাজ্যের বিভিন্ন জিনিসপত্রকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া। এই শপিং ফেস্টিভ্যালে মোট 430টি স্টল রয়েছে। এখানে যেমন উচ্চমানের বস্ত্র সামগ্রী রয়েছে, একইভাবে থাকছে ইলেকট্রনিক্স থেকে শুরু করে অটোমোবাইল এবং চামড়াজাত পণ্যের বিশাল সম্ভার। এখানে রাজ্যের 28টি জিআই তকমা প্রাপ্ত শিল্প সম্ভারগুলির মাধ্যমে বাংলার সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

Last Updated : 53 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.